ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটারদের বকেয়া বুঝিয়ে দেবে বোর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
ক্রিকেটারদের বকেয়া বুঝিয়ে দেবে বোর্ড

ঢাকা: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হয়েছে গেল ২২ জুন। এরপর জুলাই গড়িয়ে এখন আগস্ট মাস।

কিন্তু এখনও পর্যন্ত পাওনা টাকা বুঝে পাননি ক্রিকেটাররা!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেধে দেয়া নিয়মানুযায়ী লিগ শেষের ছয় সপ্তাহের মধ্যে ক্লাব কর্তৃপক্ষের প্লেয়ারদের পুরো টাকা বুঝিয়ে দেয়ার কথা থাকলেও হাতে গোনা ৩-৪টি ক্লাব ছাড়া বাকি ক্লাবের কেউই এখনও ক্রিকেটারদের পুরো টাকা পরিশোধ করেনি।

তবে ক্রিকেটারদের পাওনা অনতিবিলম্বে পরিশোধের কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার (৩ আগস্ট) বেক্সিমকোর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকে জানান, ‘ক্রিকেটারদের টাকা যদি ক্লাব নাও দেয় বোর্ড  দিয়ে দেবে। এটা এতো দেরি হওয়া ঠিক হয়নি। এটা আমাদের খুব দ্রুতই দিয়ে দিতে হবে। দেরি করার কারণ দেখি না। যেহেতু ক্লাবগুলো ডেডলাইনের মধ্যে দিতে পারেনি, তাই আমাদের দিতে হবে। খেলোয়াড়দের সমস্যায় ফেলা যাবে না। এবারের নিয়মানুযায়ী বোর্ড এটার দায়িত্ব নিয়েছে। কাজেই আমাদের দেরি করার কারণ নেই। ’

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, টাইগারদের এইচপি দলের কোচ হিসেবে আসছেন ভারতের ভেঙ্কটপতি রাজু।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৬

এইচএল/এমআরপি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।