নিজের প্রজন্মের বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন হানিফ মোহাম্মদ। পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ৫৫টি টেস্ট।
পাকিস্তানের এই লিটল মাস্টারের পাশে এবার দেশের ক্রিকেট বোর্ড (পিসিবি) দাঁড়ালো। কিংবদন্তি এই ক্রিকেটারের চিকিৎসায় ১০ লাখ রুপি অনুদান দিয়েছে পিসিবি।
বোর্ড সভাপতি শাহরিয়ার খানের পক্ষে হানিফের হাতে এই চেক তুলে দেন পিসিবির উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও এরশাদ খান।
তিন বছর আগে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি হানিফ মোহাম্মদ। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন ৮১ বছর বয়সী এ ব্যাটিং লিজেন্ড। শ্বাসকষ্টজনিত কারণে গত রোববার (৩১ জুলাই) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দুই সপ্তাহ শ্বাস-প্রশ্বাস সমস্যার সঙ্গে লড়াইয়ের পর হানিফকে হাসপাতালে স্থানান্তর করা হয়। লন্ডনে তার সার্জারি করার পর তা রোগ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সময়ের সঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়ে বলে জানান তার ছেলে শোয়েব মোহাম্মদ।
পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সে চাকরি করা শোয়েব বাবার অসুস্থতার বিষয়ে তিনি জানান, ‘আমরা সবশেষ বায়োপসি রিপোর্ট লন্ডনে ডাক্তারের কাছে পাঠিয়েছি। তিনি আমাদের বলেছেন পরবর্তী চিকিৎসার জন্য কেমোথেরাপি কার্যকরী হবে না। নতুন চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং আমাদের পক্ষে এ অর্থের ব্যবস্থা করাটাও কঠিন। বর্তমান চিকিৎসা ব্যয় আগের চেয়ে দ্বিগুন। বাবার সুস্থতার জন্য আমরা সরকারের সাহায্য চাই। ’
পরে হানিফ মোহাম্মদের ছেলের আবেদনে সাড়া দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি দেশের এই ক্রিকেট কিংবদন্তির চিকিৎসা বাবদ সব খরচ বহন করার নির্দেশ দেন। এবার সাড়া দিলো পিসিবি।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এমআরপি