ঢাকা: ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। আগামী বৃহস্পতিবার (১১ আগস্ট) লন্ডনের ফোটিয়াস ক্লিনিকের অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস বাংলাদেশের এই তরুণ পেসারের অস্ত্রোপচার করবেন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলানিউজকে এটি নিশ্চিত করেছেন।
ওয়ালেস ২০০৬ সালের ২৭ মার্চ লন্ডনের সেন্ট জন অ্যান্ড সেন্ট এলিজাবেথ হাসপাতালে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের কাঁধেও অস্ত্রোপচার করেছিলেন।
অস্ত্রোপচারের আগে ও পরে কয়েকটা দিন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী মোস্তাফিজের সঙ্গে থাকবেন বলে জানান জালাল ইউনুস।
কাঁধের চোট সারাতে গত মঙ্গলবার (২ আগস্ট) ম্যানচেস্টারের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক লেনার্ড ফ্রাঙ্কের শরণাপন্ন হয়েছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু ফ্রাঙ্ক জানিয়েছেন তিনি ২২ আগস্টের আগে মোস্তাফিজের কাঁধের চিকিৎসা চালাতে পারবেন না। ফলে অ্যান্ড্রু ওয়ালেসের শরনাপন্ন হন মোস্তাফিজ। দ্রুত মোস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করিয়ে নিতে ওয়ালসকে বেছে নেয় বিসিবি।
এর আগে গত শুক্রবার (২৯ জুলাই) মোস্তাফিজের কাঁধের চোট সারাতে অস্ত্রোপচারের পরামর্শ দেন টনি কোচার।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ০৫ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি