ঢাকা: এজবাস্টনে চলমান ইংল্যান্ড ও পাকিস্তানের তৃতীয় টেস্ট চলাকালে ধারাভাষ্যকার বক্সে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন শেন ওয়ার্ন, মাইক অ্যাথারটন ও রমিজ রাজা। আর সেখানে স্কাই স্পোর্টস এই তিন কিংবদন্তিকে ৯০’র দশক ও বর্তমানে বিশ্বের সেরা ক্রিকেটারদের নিয়ে দুটি একাদশ বানানোর অনুরোধ করে।
পরে তিনজন মিলে অনেক বিবেচনা করে দুটি দল গঠন করেন। যেখানে তারা নিজেরাই জানিয়েছেন, এতে অনেকেই অসম্মতি জ্ঞাপন করতে পারেন। যেমন এই তালিকায় তাদের বাদ দিতে হয়েছে বর্তমান উইকেটে শাসন করা দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে।
৯০’র দশকে স্বাভাবিক ভাবেই উঠে আসে শচীন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম ও শেন ওয়ার্নদের নাম। যেখানে ওপেনিংয়ে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার মাইকেল স্ল্যাটার ও পাকিস্তানের সাঈদ আনোয়ারকে। তবে দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। অধিনায়ক হিসেবে আছেন সুইং মাস্টার ওয়াসিম। আর উইকেটের পেছনে রাখা হয় লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাকে।
৯০’র বিশ্ব একাদশ: মাইকেল স্ল্যাটার, সাঈদ আনোয়ার, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), ওয়াসিম আকরাম (অধিনায়ক), শেন ওয়ার্ন, কার্টলি অ্যামব্রোস, মুত্তিয়া মুরালিধরন, দ্বাদশ খেলোয়াড়: গ্লেন ম্যাকগ্রা।
এদিকে বর্তমান একাদশে বিরাট কোহলি, জো রুট, স্টিভেন স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সের মতো তারকারা রয়েছেন। ওপেনার হিসেবে আছেন ডেভিড ওয়ার্নার ও অ্যালিস্টার কুক। স্পিনে ভারতের রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন পাকিস্তানের ইয়াসির শাহ।
বর্তমান বিশ্ব একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যালিস্টার কুক, জো রুট, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, মিচেল স্টার্ক, ইয়াসির শাহ, জেমস অ্যান্ডারসন, দ্বাদশ খেলোয়াড়: মরনে মরকেল।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৬
এমএমএস