ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে বিরাট কোহলির টিম ইন্ডিয়া চার ম্যাচ টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছে। তৃতীয় টেস্টে স্বাগতিকদের ২৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ভারত ২-০তে সিরিজ নিশ্চিত করে।
প্রথম ইনিংসে আগে ব্যাট করে সফরকারী ভারত অলআউট হওয়ার আগে করে ৩৫৩ রান। নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ২২৫ রানে গুটিয়ে যায়। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে, ক্যারিবীয়দের সামনে ৩৪৬ রানের টার্গেট দাঁড়ায়।
দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১০৮ রান তুলেই। ফলে, ২৩৭ রানের বিশাল জয় পায় কোহলি বাহিনী।
ভারতের হয়ে প্রথম ইনিংসে ১১৮ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। আর ১০৪ রান করে বিদায় নেন রিদ্ধিমান শাহা। ওপেনার লোকেশ রাহুল করেন ৫০ রান। রাহানের ব্যাট থেকে আসে ৩৫ রান। ক্যারিবীয়দের হয়ে প্রথম ইনিংসে তিনটি করে উইকেট তুলে নেন জোসেফ এবং মিগুয়েল কামিন্স।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার ব্রাথওয়েইট ৬৪, ড্যারেন ব্রাভো ২৯, মারলন স্যামুয়েলস ৪৮ রান করেন। ভারতের পেসার ভুবনেশ্বর কুমার সর্বোচ্চ ৫টি উইকেট তুলে নেন।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারতীয় ওপেনার রাহুল ২৮ আর ধাওয়ান ২৬ রান করে বিদায় নেন। কোহলির ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। রাহানে ৭৮ রানে অপরাজিত থাকেন। রোহিত শর্মা করেন ৪১ রান। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট তুলে নেন কামিন্স।
৩৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের চার ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। ব্রাভো সর্বোচ্চ ৫৯ রান করেন। এছাড়া, স্যামুয়েলস ১২, রোস্টন চেজ ১০ আর গ্যাব্রিয়েল ১১ রান করেন। ভারতের হয়ে মোহাম্মদ সামি তিনটি উইকেট দখল করেন। এছাড়া, দুটি করে উইকেট লাভ করেন ইশান্ত শর্মা এবং রবিন্দ্র জাদেজা।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৬
এমআরপি