ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের ‘ভাগ্য’ শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের হাতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
পাকিস্তানের ‘ভাগ্য’ শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের হাতে ছবি: সংগৃহীত

ঢাকা: ওভাল টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজটি ২-২ সমতায় শেষ করে পাকিস্তান। র‌্যাংকিংয়েও এর প্রভাব স্পষ্ট।

তৃতীয় স্থানটা এখনো অক্ষুন্নই রাখলেন মিসবাহ-ইউনিসরা। পাকিস্তানের সামনে এবার প্রথমবারের মতো বিশ্বের এক নম্বর টেস্ট দল হওয়ার সুযোগ থাকছে।

তবে তা নির্ভর করবে চলমান শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া কলম্বো টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্টের (১৮ আগস্ট শুরু) ওপর। লঙ্কানরা যদি অজিদের ২-০ বা আরো ভালো ফলাফলে হারাতে পারে আর পোর্ট অব স্পেন টেস্টে ভারতের বিপক্ষে ক্যারিবীয়রা জয় কিংবা ড্র করলেই শীর্ষস্থানে নাম লেখাবে পাকিস্তান।

২০০৩ সালে অফিসিয়াল টেস্ট র‌্যাংকিং চালু হওয়ার পর কখনোই শীর্ষে ওঠা হয়নি পাকিস্তানের। গত বছর আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে সর্বোচ্চ দ্বিতীয় স্থানে উঠেছিল তারা।

ইতোমধ্যেই ২-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। অন্যদিকে, এক ম্যাচ হাতে রেখেই (২-০, দ্বিতীয় টেস্ট ড্র) চার ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

সমতায় সিরিজ শেষ করায় পাকিস্তান ও ইংল্যান্ডের সিরিজ শুরুর আগের পয়েন্টই অপরিবর্তিত-১১১, ১০৮। সে যাই হোক, শ্রীলঙ্কার মাটিতে স্টিভেন স্মিথরা শেষ ম্যাচেও যদি হেরে যায় ‍বা জয়হীন থাকে তবে তারা পাকিস্তানের পেছনে চলে যাবেন। আর জয় পেলে পাকিস্তানের সমান ১১১ পয়েন্ট হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসেবে এগিয়ে থাকবে অজিরাই। এখানেও কথা আছে, ও. ইন্ডিজকে জয় বা ড্র করতে হবে। তবেই নাম্বার ওয়ান টেস্ট সাইড হিসেবে বাড়ি ফিরতে পারবে অস্ট্রেলিয়া।

র‌্যাংকিংয়ের শীর্ষে উঠতে সবচেয়ে বড় সুযোগ ভারতের সামনে। পোর্ট অব স্পেন টেস্ট জিতলেই শীর্ষস্থান পুনরুদ্ধার নিশ্চিত যেটি এ বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের সিরিজ জয়ে দখল করেছিল অজিরা।

র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের শীর্ষে থাকার সমীকরণ:

অস্ট্রেলিয়া: কলম্বো টেস্ট অস্ট্রেলিয়াকে জিততেই হবে এবং ওয়েস্ট ইন্ডিজকে পোর্ট অব স্পেন টেস্টে জয় বা ড্র করতে হবে।

ভারত: পোর্ট অব স্পেন টেস্টে ভারতের জয়ের বিকল্প নেই।

পাকিস্তান: শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে যথাক্রমে কলম্বো ও পোর্ট অব স্পেন টেস্টে জয় বা ড্র নিয়ে মাঠ ছাড়তে হবে।

র‌্যাংকিংয়ের শীর্ষ দশ:

১। অস্ট্রেলিয়া (১১৮ রেটিং পয়েন্ট)
২। ভারত (১১২)
৩। পাকিস্তান (১১১)
৪। ইংল্যান্ড (১০৮)
৫। নিউজিল্যান্ড (৯৯, +১)
৬। দক্ষিণ আফ্রিকা (৯২)
৭। শ্রীলঙ্কা (৮৫)
৮। ওয়েস্ট ইন্ডিজ (৬৫)
৯। বাংলাদেশ (৫৭)
১০। জিম্বাবুয়ে (৮, -৪)।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।