ঢাকা: লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে বাম কাঁধে সফল অস্ত্রোপচারের পর টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের শুক্রবার (১৯ আগস্ট) দেশে ফেরার কথা থাকলেও তিনি আগামী সোমবার (২২ আগস্ট) ঢাকায় ফিরবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ওয়ালেস মোস্তাফিজের অস্ত্রোপচার করেন। দেশে ফেরার আগে গত বুধবার (১৭ আগস্ট) মোস্তাফিজ আরেকবার চিকিৎসকের কাছে চেক আপের জন্য গিয়েছিলেন। ওয়ালেসের সঙ্গে দেখা করার পর জানা যায়, অস্ত্রোপচার-পরবর্তী কোনো জটিলতা নেই তার বাঁ কাধে। মোস্তাফিজের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছিলেন, মোস্তাফিজের ক্ষত শুকিয়ে আসছে। তাকে পুনর্বাসনের একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। ঢাকায় ফিরে সেটাই অনুসরণ করা হবে।
এদিকে, বিসিবির একটি সূত্র থেকে জানা যায়, দেশে ফেরার পর পুনর্বাসনের জন্য মোস্তাফিজের দায়িত্ব দেওয়া হবে ফিজিও বায়েজেদুল ইসলামের উপর।
সাসেক্স ছেড়ে দেওয়ার পর মোস্তাফিজ যুক্তরাজ্যপ্রবাসী এ জি এম সাব্বিরের বাসায় অবস্থান করছিলেন। তবে, অস্ত্রোপচারের পর পূর্ব লন্ডনের ডেগেনহামে মোস্তাফিজকে নিয়ে বোনের বাসায় উঠেন সাব্বির।
পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমতো চললে ৫ থেকে ৬ মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন মোস্তাফিজ। সবকিছু ঠিকঠাক থাকলে টেনিস বলে বোলিং শুরু করতে পারবেন এক মাস পর থেকেই। ব্যাটিংটাও চালিয়ে যেতে পারবেন।
হাত-পায়ে যাতে জড়তা না এসে যায় এই কারণে আপাতত মুস্তাফিজকে হালকা ব্যায়াম করানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৬
এমআরপি/এসকে