ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইসিবি’র ইতিবাচক সিদ্ধান্তের আশায় বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ইসিবি’র ইতিবাচক সিদ্ধান্তের আশায় বিসিবি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধি দলের বাংলাদেশ পর্যবেক্ষণ শেষ হয়েছে। চারদিনের এ সফরের শেষ দিনে শনিবার (২০ আগস্ট) ফতুল্লার স্টেডিয়াম পরিদর্শন করেন তিন সদস্যের প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে ছিলেন ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, পিসিএ প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল ও ইসিবির ক্রিকেট অপারেশন্সের ডিরেক্টর জন কার।
 
প্র্যাকটিস ম্যাচের ভেন্যু খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে রাতে দেশে ফিরে যাবার কথা রয়েছে তাদের। দেশে ফিরে ইসিবির সঙ্গে বৈঠক করে জানানো হবে সিদ্ধান্ত। সিদ্ধান্ত ইতিবাচক হলে আগামী ৩০ সেপ্টেম্বর তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ইতিবাচক প্রতিবেদনই আশা করছেন প্রতিনিধি দলের কাছ থেকে, ‘তারা যে কয়টা জায়গায় গেছে এবং তাদের যে সিকিউরিটি প্ল্যান দেয়া হয়েছে তাতে তারা সন্তুষ্ট। তবে ফলাফলটা তো এখনই পাব না। তারা ফেরত যাবে ইসিবির সঙ্গে মিটিং করবে। তারপর আমরা জানতে পারবো। ’
 
বিসিবি এখন সিদ্ধান্ত জানার অপেক্ষায় থাকলেও কত দিনের মধ্যে রিপোর্ট দেবে এ নিয়ে ইসিবিকে চাপ দেয়া হবে না বলে জানান জালাল ইউনুস, ‘প্রতিনিধি দলের রিপোর্ট পেতে আমরা টাইম ফ্রেম দেইনি। আমরা প্রেসার দিচ্ছি না তারা নিজেদের মতো করেই জানাক। তারা বেশ গুরুত্ব দিয়ে বিভিন্ন জায়গায় গেছে। গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে একটা মিটিং ছিল। সেখানে বিস্তর একটা সিকিউরিটি প্ল্যান আমরা তাদের দিয়েছি। তারা নিঃসন্দেহে খুশিই আছে এবং থাকবে। ’  
 
গত ১৭ আগস্ট ঢাকায় পৌঁছে এ চারদিনে ব্যস্ত সময় কাটিয়েছে প্রতিনিধি দলটি। এসেই যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন। পরদিন (১৮ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। ক্রিকেট বোর্ড পরিদর্শনের আগে দিনের প্রথমভাগে ইসিবি প্রতিনিধি দল বৈঠক করেন গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই’র সঙ্গে। বিসিবি পরিদর্শন শেষে বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সভা করেন।    

গতকাল (১৯ আগস্ট) তারা চট্টগ্রাম পরিদর্শন করেন। সেখানে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তারপর এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন। এর পর খেলোয়াড়দের রাখার জন্য নির্ধারিত হোটেল রেডিসন ব্লু পরিদর্শন করেন।
 
চারদিনের সফরে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেয়া প্রতিটি পদক্ষেপেরই ভূয়সী প্রশংসা করেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধি জন কার। আসন্ন সিরিজ নিয়ে তাই ইসিবির ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।