ঢাকা: ভারতের সম্ভাব্য বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে জহির খান। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অরুণের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের পর থেকেই এ কোচের পদটি ফাঁকা।
গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানার ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল পেসার জহির। এবার কোচ হিসেবে তার জাতীয় দলে ফেরা হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!
এক সাক্ষাৎকারে জহির বলেন, ‘এ মুহূর্তে যে কাজ নিয়ে আছি সেদিকেই মনোযোগ রাখছি, যেমন আইপিএলের পরবর্তী মৌসুমে খেলা। আমার ব্যবসায় উদ্যোগ-ফিটনেস চেইন এর পেছনে অনেক শ্রম দিচ্ছি। এসবই আমাকে ব্যস্ত রাখছে। কিন্তু আমি ভিন্ন ভূমিকাতেও প্রস্তুত। ’
আইপিএলের গত মৌসুমে দিল্লি ডেয়ারডেভিলসকে নেতৃত্ব দেন ৩৭ বছর বয়সী জহির। তার চোখে, ম্যাচে খেলোয়াড়রা পারফর্ম করলেও কোচের বড় দায়িত্ব থাকে, ‘কোচ সাবেক বোলার নাকি ব্যাটসম্যান সেটি কোনো ব্যাপার না। সব কিছুই অভিজ্ঞতার ওপর নির্ভর করে। ’
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এমআরএম