ঢাকা: ‘অনেক সময়ই দেখা যায় আমাদের সিনিয়র ক্রিকেটাররা অসুস্থ থাকেন এবং টাকার অভাবে সঠিক চিকিৎসা পান না। আমরা যারা এই মাস্টার্স ক্রিকেট কার্নিভালে অংশ নিচ্ছি তারা এখান থেকে অর্জিত টাকা সিনিয়র ক্রিকেটারদের চিকিৎসায় খরচ করবো।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মেলন কক্ষে তিনি একথা বলেন। বাংলাদেশ ক্রিকেটের সাবেকদের মধ্যে এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।
বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে আগামী ০১ থেকে ০৩ সেপ্টেম্বর ছয়টি ফ্রাঞ্চাইজিকে নিয়ে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে প্রথমবারের মতো শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল।
কার্নিভালে দুটি আলাদা গ্রুপে ভাগ হয়ে খেলবে ৬টি দল। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ হবে ১৮ ওভার করে। তবে সেমিফাইনাল ও ফাইনাল ২৫ ওভারের। ৩ সেপ্টেম্বর ২টি সেমিফাইনাল হবে কক্সবাজারে। আর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির ফাইনাল ম্যাচটি।
দল ছয়টি হলো-
লংকা বাংলা ‘অলস্টারস মাস্টার্স’: রকিবুল হাসান (মেন্টর), সেলিম শাহেদ (অধিনায়ক)।
ইস্পাহানি ‘চট্টগ্রাম মাস্টার্স’: আজহার হোসেন শান্ত (মেন্টর), আকরাম খান (অধিনায়ক)।
কনফিডেন্স গ্রুপ ‘ঢাকা মেট্রো মাস্টার্স’: এএসএম ফারুক (মেন্টর), খালেদ মাহমুদ সুজন (অধিনায়ক)।
রেনেসাঁ গ্রুপ ‘রাজশাহী মাস্টার্স’: শাহনেয়াজ কবির শানু (মেন্টর) খালেদ মাসুদ পাইলট (অধিনায়ক)।
জেমকন গ্রুপ ‘খুলনা মাস্টার্স’: উমর খালিদ রুমি (মেন্টর), হাবিবুল বাশার সুমন (অধিনায়ক)।
জেবি গ্রুপ ‘ঢাকা মাস্টার্স’: ইসতিয়াক আহমেদ (মেন্টর), নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক)।
এদিকে এই টুর্নামেন্টের মধ্যদিয়ে বিশেষ সম্মাননা জানানো হবে এ দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখা সাবেক ক্রিকেটার, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি