ঢাকা: ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি নির্ভর করছে দেশটির ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদনের উপর। বাংলাদেশে সফর করার আগে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখে গেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিশেষজ্ঞরা।
মতামত দেয়ার আগেই বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ও ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগানকে দিয়ে রাখলেন এক বার্তা।
মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের ভিন্ন দুই ফরম্যাটের অধিনায়ককে উদ্দেশ্যে করে মাশরাফি বলেন, ‘তোমরা আসবা এবং আমি নিশ্চিত যে এখানে এসে খেলা ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। এখানে এসে স্বস্তিতে ক্রিকেট খেলতে পারবে এবং ভালো প্রতিযোগিতা হবে আশা করি। ’
‘আমি প্লেয়ার হিসেবে আরেকজন প্লেয়ারদের বলবো খেলা অবশ্যই চালু রাখতে, যাতে খেলাটা হয়। বলা যাবে না কোথায় এ ধরনের ঘটনা ঘটবে। যদি না খেলতে থাকেন এক সময় তো খেলাই বন্ধ হয় যাবে। ফ্রান্সের মতো জায়গায় অ্যাটাক হওয়ার পরও কিন্তু ইউরোপের সব প্লেয়াররা খেলেছে। বিভিন্ন জায়গায় এরকম সমস্য হচ্ছে তারপরও খেলছে। আমাদের দেশের খেলোয়াড়রাও কিন্তু ব্যক্তিগতভাবে খেলতে বাইরে যাচ্ছে। আমি মনে করি, খেলোয়াড়দের উচিৎ খেলার দিকে ফোকাস করা বাকি বিষয় ক্রিকেট বোর্ডের কাছে ছেড়ে দেয়া। ’-যোগ করেন মাশরাফি।
সন্ত্রাসী হামলার আশঙ্কায় এর আগে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর করেনি। গত ১ জুলাই গুলশানে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হওয়ার পর অক্টোবরে অনুষ্ঠেয় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এসকে/এমআরএম