ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিংসমেড-কুইন্স পার্ক মাঠে অসন্তুষ্ট আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
কিংসমেড-কুইন্স পার্ক মাঠে অসন্তুষ্ট আইসিসি কুইন্স পার্ক ওভাল-ছবি:সংগৃহীত

ঢাকা: কিংসমেড ও কুইন্স পার্ক ওভালের আউটফিল্ড নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আইসিসি ম্যাচ রেফারিরা। যেখানে বাজে আউটফিল্ডের কারণে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের ম্যাচটি দু’দিন পরে আর মাঠে গড়ায়নি।

 

ডারবানের কিংসমেডে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন অ্যান্ডি পেক্রফট। আর ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ছিলেন রঞ্জন মাদুগালে। তারা তিনটি উইকেট ও আউটফিল্ড পরিক্ষা করে দু’দেশের বোর্ডকে জমা দেন। আর আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির কাছে জবাবদিহিতা করতে হবে ক্রিকেট সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে।

প্রোটিয়াদের ব্যাপারটি পর্যালোচনা করবেন আইসিসি’র জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডিক। আর ক্যারিবীয়দের বিষয়ে দেখবেন আইসিসির রেফারি ডেভিড বুন। আইসিসি বাজে মাঠের কারণে শাস্তি হিসেবে সতর্কতা অথবা দুটি বোর্ডকে ১৫ হাজার মার্কিন ডলার করে জরিমানা করতে পারে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।