ঢাকা: ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বহু আগে। তবে ধারাভাষ্যের মাধ্যমে খেলাটির সঙ্গে এখনও জড়িয়ে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রজিম রাজা।
রমিজের একাদশে অবশ্য একমাত্র স্বদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ইমরান খান। যেখানে ওয়েস্ট ইন্ডিজ থেকে সর্বোর্চ চারজন রয়েছেন। আর ভারতের ক্রিকেটার রয়েছেন তিনজন।
ওপেনিংয়ে রমিজ ভারতের দুই কিংবদন্তি সুনিল গাভাস্কার ও শেওয়াগকে রেখেছেন। আর তিন নম্বরে জায়গা দিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকে। ব্যাটিংয়ে চার ও পাঁচে রয়েছেন আধুনিক ক্রিকেটের সেরা দুই ব্যাটসম্যান শচীন ও লারা।
একাদশে পেস বোলার অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে সর্বকালের সেরা ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স ও ইমরান খানকে। এই একাদশের নেতৃত্বে আছেন ১৯৯২ সালে পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জয়ী ইমরান খান। উইকেটরক্ষক হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট।
দলের মূল পেস আক্রমণে রাখা হয়েছে ক্যারিবীয় কিংবদন্তি ম্যালকম মার্শাল ও অজি পেসার গ্লেন ম্যাকগ্রাকে। আর এক মাত্র স্পিনার হিসেবে আছেন টেস্টে ৭০০ উইকেটের বেশি পাওয়া অজি সাবেক তারকা শেন ওয়ার্ন।
রমিজের একাদশ: শেওয়াগ, সুনিল গাভাস্কার, ভিভ রিচার্ডস, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, গ্যারি সোবার্স, ইমরান খান, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যালকম মার্শাল, গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০১৬
এমএমএস