ঢাকা: চলতি বছরে ব্যস্ত সূচি রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। যেখানে বাংলাদেশের পর ভারত সফরের কথা রয়েছে ইংলিশদের।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে ৪৮ বছর বয়সী নাসের জানান, বেলকে নেওয়া মানে এক পা পিছিয়ে যাওয়া। তার এশিয়ান অভিজ্ঞতা থাকলেও তরুণদের সুযোগ দেওয়া যেতে পারে।
নাসের বলেন, ‘উপমহাদেশে বেলের দুর্দান্ত রেকর্ড নিয়ে কোনো সন্দেহ নেই। সেখানে তার ব্যাটিং গড় ৪০ এর কাছাকাছি। তবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে তার পারর্ফম ভালো হয়নি। যার কারণে পরে সে দল থেকেও বাদ পড়েছে। ’
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফরে নতুন কাউকে চাচ্ছি। বেলের ভালো করার ক্ষমতা থাকলেও ভবিষ্যত তারকাদের দিকে তাকিয়ে আছি আমি। ’
বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। পরে ভারতে রয়েছে আরও পাঁচটি টেস্ট। যেখানে এশিয়ার মাটিতে বেল ২৪ টেস্টে ৩৬.০৭ গড়ে ১ হাজার ৪৭৯ রান করেছিলেন। তবে ঘরের মাঠে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না তিনি। আবার তার জায়গায় জেমস ভিন্স ও গ্যারি ব্যালেন্সও ভালো করতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০১৬
এমএমএস