ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তরুণ প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার দারুণ এক পদক্ষেপ নিয়েছে গাজী টায়ার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে ৮টি জেলা থেকে তরুণ প্রতিভাবান খুঁজে বের করার কর্মসূচিটিকে নামকরণ করা হয়েছে ‘গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট’ নামে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান নির্বাহি কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, সহ-সভাপতি মাহবুব আনাম, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আসরিয়া ও জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আনাম আশরাফ ফয়েজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, দেশের ক্রিকেট উন্নয়নে গাজী গ্রুপ সব সময়ই বিসিবি’র পাশে ছিল। বিভিন্ন সময়ে তারা এদেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছে। ট্যালেন্ট হান্ট কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার বের করে আনা সম্ভব হবে। আর এ ব্যাপারে বিসিবি তাদের সহযোগিতার হাত সব সময়ই বাড়িয়ে দেবে।
গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের বক্তব্যে খালেদ মাহমুদ সুজন জানান, নিঃসন্দেহে এটি দেশের ভবিষ্যৎ ক্রিকেটার বের করে আনতে একটি কার্যকরী পদক্ষেপ। বিসিবি’র পক্ষে মাঠ পর্যায়ে কাজ করে এভাবে প্লেয়ার বের করে আনা কঠিন। গাজী গ্রুপের পাশাপাশি দেশের অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ক্রিকেটার খুঁজে বের করে আনার পদক্ষেপ নিলে বাংলাদেশের ক্রিকেট আরও সমৃদ্ধ হবে।
এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই ক্রিকেটার্স ট্যালেন্ট হান্ট কর্মসূচি, যা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। কর্মসূচির আওতায় ৬০-৮০ জন ক্রিকেটার বাছাই করে আনা হবে। তৃণমূল পর্যায় থেকে তুলে আনা এসব নতুন ক্রিকেটারদের বিকেএসপিতে প্রশিক্ষণ দেবে সাবেক জাতীয় ক্রিকেটার এবং কোচরা। এরমধ্যে চূড়ান্তভাবে ২০-২৫ ক্রিকেটারকে নির্বাচনের পর তাদেরর প্রশিক্ষণ দিতে ৪ বছরের একটি চুক্তির আওতায় আনা হবে। যেখানে তাদের ট্রেনিং ও গ্রুমিং করানো হবে। এছাড়াও তাদের জন্য থাকছে ১ বছরের ‘গোলাম দস্তগীর গাজী গ্রুপ ক্রিকেট স্কলারশিপ’। এসব ক্রিকেটারদের বাছাইয়ের দায়িত্বে থাকবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ডিরেক্টর অব কোচিং মোহাম্মদ সালাহউদ্দিন।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম, ৪ সেপ্টেম্বর একই সময়ে সিলেট বিভাগীয় স্টেডিয়াম, ৭ সেপ্টেম্বর ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ (সকাল ৯টা), ১৭ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় স্টেডিয়াম (সকাল ৯টা), ১৯ সেপ্টম্বর খুলনা বিভাগীয় স্টেডিয়াম, ২২ রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম (সকাল ৯টা), ২৫ সেপ্টেম্বর রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ২৯ সেপ্টেম্বর ঢাকা সিটি ক্লাব মাঠে প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলবে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে, www.facebook.com/GaziTyresBd এই ঠিকানায়। এখানে সে সব তরুণ ক্রিকেটার বাছাই করা করা হবে যাদের বয়স ১৫ বা তার বেশি এবং যারা ঢাকায় কোনো লিগ পর্যায়ে খেলেনি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি