ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন দিলশান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন দিলশান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান। ৩৯ বছর বয়সী এই ডানহাতি ওপেনার অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ শেষেই দেশের জার্সি গায়ে খেলবেন না বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো।

লঙ্কা সফরে অজিরা পাঁচটি ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজও খেলবে। ইতোমধ্যেই দুটি ওয়ানডে হয়ে গেছে। দিলশান তৃতীয় ওয়ানডের পর দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন। এরপরই তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন।

আগামী ২৮ আগস্ট ডাম্বুলায় তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে শ্রীলঙ্কা। আগামী ০৯ সেপ্টেম্বর কলম্বোয় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দিলশান সাদা পোশাকে লঙ্কানদের হয়ে খেলেছেন ৮৭টি ম্যাচ। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার সাদা পোশাকে অভিষেক ঘটে। ২০১৩ সালে কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি ছিল তার শেষ সাদা পোশাকের ম্যাচ। টেস্টে ২৩টি অর্ধশতকের পাশাপাশি ১৬টি শতক হাঁকিয়ে তিনি করেন ৫৪৯২ রান। বল হাতে তুলে নেন ৩৯টি উইকেট।

১৯৯৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষেই তার ওয়ানডে ক্যারিয়ার শুরু হয়। দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৩২৯টি ওয়ানডে। যেখানে ব্যাট হাতে ২২টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৭টি হাফসেঞ্চুরি। ওয়ানডেতে এখন পর্যন্ত তার রান ১০ হাজার ২৪৮। বল হাতে এই অলরাউন্ডার নিয়েছেন ১০৬টি উইকেট।

দেশের হয়ে ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দিলশান একটি শতকের সঙ্গে ১৩টি অর্ধশতক হাঁকান। যেখানে তার রান ১৮৮৪, বল হাতে তার উইকেট সাতটি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।