ঢাকা: ক’দিন আগেই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর পজিশন হারিয়েছে টিম ইন্ডিয়া। এবার টি-টোয়েন্টির দুই নম্বর জায়গাটিও হারাতে হতে পারে ভারতকে।
বর্তমান টি-টোয়েন্টি র্যাংকিংয়ের এক নম্বর জায়গাটি ধরে রেখেছে নিউজিল্যান্ড। ১৩২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে কিউইরা। ১২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ১২২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্যারিবীয়দের কাছেই অবস্থান হারাতে হতে পারে মহেন্দ্র সিং ধোনির দলকে।
আগামী ২৭ ও ২৮ আগস্ট আমেরিকার ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যদি ভারত ক্যারিবীয়দের বিপক্ষে দুটি ম্যাচেই হেরে বসে তাহলে তাদের নেমে যেতে হবে তিন নম্বরে। দুই নম্বরে উঠে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের পয়েন্ট দাঁড়াবে ১২৪ আর ক্যারিবীয়দের পয়েন্ট হবে ১২৭।
তবে, মহেন্দ্র সিং ধোনির ভারত যদি দুটি ম্যাচেই জিতে যায়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়া পয়েন্ট টেবিলের এক নম্বরে যৌথভাবে নিউজিল্যান্ডের সঙ্গে অবস্থান করবে। এখানেও একটি ‘কিন্তু’ আছে। দশমিক পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকবে কিউইরাই। যৌথভাবে এক নম্বরে উঠলেও তাই কিউইদের থেকে পিছিয়ে দুইয়ে অবস্থান করবে ভারত।
সিরিজটি যদি ১-১ এ শেষ হয়, তবে টিম ইন্ডিয়া ১২৮ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকবে (দুইয়ে)। আর ক্যারিবীয়দের অবস্থান হবে ১২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৬
এমআরপি