ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। এশিয়ায় এটিই হবে প্রথম ফ্লাডলাইটের নিচে সাদা পোশাকে গোলাপি বলের ম্যাচ।
সংযুক্ত আরব আমিরাতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যা পাকিস্তানের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে পরিচিতি পাচ্ছে। তাই বলা চলে অনন্য ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আরব আমিরাত (দুবাই ক্রিকেট স্টেডিয়াম)।
আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে থাকবে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজকে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব দিলে তাতে প্রাথমিকভাবে সম্মতি দেয় ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। এবার চূড়ান্তভাবে বোর্ডটি তাদের সম্মতি জানালো।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের মধ্যদিয়ে সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। অক্টোবরের ১৩ তারিখে পাকিস্তানের বিপক্ষে টেস্টে নামবে ক্যারিবীয়রা। আর সেটিই হবে দুই দলের জন্য গোলাপি বলের দিবারাত্রির প্রথম ম্যাচ।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দিবারাত্রির টেস্ট আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু গোলাপি বলে অনুশীলন করার যথেষ্ট ঘাটতি থাকার কারণে সে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা শারজায় পাকিস্তানের বোর্ড একাদশের বিপক্ষে তিনদিনের একটি ম্যাচ ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় খেলবে। প্রথম টেস্টের আগে এই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ০৭ অক্টোবর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৬
এমআরপি