ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নির্ধারিত সময়েই আসবে ইংল্যান্ড ক্রিকেট দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
নির্ধারিত সময়েই আসবে ইংল্যান্ড ক্রিকেট দল ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংল্যান্ড ক্রিকেট দল নির্ধারিত সময়েই বাংলাদেশ সফর করবে। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

এর আগে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল।

শুক্রবার (২৬ আগস্ট) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি প্রাঙ্গণে প্রাণ ড্রিংকিং ওয়াটার ওয়াকাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনাদের একটি সুখবর দিতে চাই ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে। আজ ঘুম থেকে  উঠেই সুসংবাদটি পেয়েছি। ’

এদিকে, নিজেদের অফিসিয়াল টুইটার পেজে যথাসময়ে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। বোর্ডের নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালক রেগ ডিকাসনের দেয়া রিপোর্টের ভিত্তিতে খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে অ্যালিস্টার কুকদের বাংলাদেশ ট্যুর নিশ্চিত করেন পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস।  

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর অ্যালিস্টার কুকদের ঢাকায় আসার কথা। ম্যাচের ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম। সিরিজকে সামনে রেখে মিরপুরে কঠোর অনুশীলন করছেন মাশরাফি-সাকিব-তামিমরা।

সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এএসআর/এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।