ঢাকা: পাঁচ কিলোমিটার হাঁটতে হবে। অসম্ভব না।
এখানে প্রাণ ড্রিংকিং ওয়াটারের পক্ষ থেকে আয়োজন করা হয় ওয়াকাথন। মাশরাফি এই পণ্যটির শুভেচ্ছাদূত। হাঁটা প্রতিযোগিতা শুরুর আগে প্রতিযোগীদেরকে না দৌড়ে সঠিকভাবে হাঁটার নিয়ম দেখাচ্ছিলেন এক অ্যাথলেট।
মঞ্চে তখন মাশরাফিও উপস্থিত। অ্যাথলেটের হাঁটার ভঙ্গি দেখে তিনি বুঝতে পারছিলেন, এখানে আসা অপেশাদার প্রতিযোগীদের পক্ষে এটা মেনে হাঁটা সম্ভব হবে না। তাই উপস্থাপকের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বললেন, ‘ভাই এটা হাস্যকর হয়ে যাবে! আপনারা কেউ এটা পারবেন না। আমরা বাংলায় যেভাবে হাঁটি ওভাবেই হাঁটি চলেন। ’
মাশরাফির কাছ থেকে সাহস পেয়ে উচ্ছ্বসিত হন প্রতিযোগীরা। এই ওয়াকাথন আয়োজনের মূল্য উদ্দেশ্য বন্যাদুর্গতদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা।
ভিডিও:
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
জেএইচ/এমআরএম