ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে অ্যান্ডারসন-ব্রড, বাংলাদেশ সফরে আশাবাদী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ইনজুরিতে অ্যান্ডারসন-ব্রড, বাংলাদেশ সফরে আশাবাদী ব্রড ও অ্যান্ডারসন-ছবি:সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে ঘরোয়া চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না ইংল্যান্ডের দুই অভিজ্ঞ বোলার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। তবে আসন্ন বাংলাদেশ সফরের ব্যাপারে আশাবাদী তারা।

এমনটি জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসন কাঁধের ইনজুরিতে ভুগছেন। অন্যদিকে মিরপুরে ১০০তম টেস্ট খেলতে যাওয়া ব্রড গোড়ালিতে চোট পেয়েছেন। তবে ইসিবি জানিয়েছে বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও পরবর্তীতে ভারতে পাঁচ ম্যাচের টেস্টে পাওয়া যাবে তাদের।

কাউন্টি দল নটিংহ্যাম্পশায়ারের হয়ে খেলা ৩০ বছর বয়সী ব্রড মিডলসেক্স ও সামারসেটের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে গত শুক্রবার তার গোড়ালিতে গুরুতর ইনজুরি ধরা পড়ে। অন্যদিকে ইংলিশদের গত পাকিস্তান সফর থেকেই কাঁধের ইনজুরিতে ভোগা ৩৪ বছর বয়সী অ্যান্ডারসন তার দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে পারবেন না।

ইসিবি’র এক বিবৃতিতে বলা হয়, ‘ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডসন ও স্টুয়ার্ট ব্রড নিজেদের কাউন্টি দলের হয়ে মৌসুমের বাকি সময় আর মাঠে নামতে পারবে না। ল্যাঙ্কাশায়ারের ডানহাতি ফাস্ট বোলার অ্যান্ডারসনকে কাঁধের ইনজুরির কারণে পুনর্বাসনে থাকতে হবে। আর নটিংহ্যামশায়ারের ব্রড তার গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হওয়ার পক্রিয়ায় কাজ করছেন। ’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দলের দুই গুরুত্বপূর্ণ বোলার ইনজুরিতে ভোগার ফলে আসছে জাতীয় দলের টেস্ট খেলার জন্য প্রস্তুতি হিসেবে তাদের বিশ্রামে যেতে হচ্ছে। তবে ইংল্যান্ডের আসছে অক্টোবরে বাংলাদেশ সফরে খেলার ব্যাপারে আশাবাদী তারা। ’

গত ২০১৫ বিশ্বকাপের পর ইংলিশদের জাতীয় ওয়ানডে দলে আর খেলেননি অ্যান্ডাসন ও ব্রড। তবে টেস্টের ওপেনিং জুটির বোলিংয়ে এ দু’জনের কোনো বিকল্প নেই। ফলে বাংলাদেশ সফরেও সাদা পোশাকেই দেখা যেতে পারে তাদের।

বাংলাদেশ সফরে ইংল্যান্ড সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।