ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি-ইসিবিকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
বিসিবি-ইসিবিকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি

ঢাকা: সব জটিলতার অবসান ঘটেছে। আগামী অক্টোবরে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সম্মতি প্রকাশ করেছে ইংল্যান্ড।

আর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এমন দায়িত্বপূর্ণ সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছে আইসিসি।

সেই সঙ্গে বাংলাদেশ গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করায় বিসিবি’রও প্রশংসা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

এক বিবৃতিতে আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান, ‘বিশ্বব্যাপী যতগুলো দেশে সম্ভব আমরা নিরাপদে ক্রিকেট খেলা চালিয়ে যাবো। আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে সব সময়ই হুমকি থাকবে। ’

ইসিবির বাংলাদেশ সফরের সিদ্ধান্তের আগে বোর্ডটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসন, পিসিএ প্রধান নির্বাহী ডেভিড ল্যাথারডেল ও ইসিবির ক্রিকেট পরিচালনা পরিচালক জন কার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তার পরই ইংল্যান্ড সিদ্ধান্ত নেয় আগের সূচি অনুযায়ী বাংলাদেশ সফর করবে তারা। ইংল্যান্ডের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রিচার্ডসন জানান, ‘রেগ ডিকাসনের নেতৃত্বে একটি দল বাংলাদেশকে নিরাপদ ঘোষণা করেছে। আমরা তাদের এমন সিদ্ধান্তকে স্বাগতম জানাই। তারা আসলে ক্রিকেটার ও স্টাফদের নিরাপত্তাকেই প্রথম গুরুত্ব দিয়ে থাকে। ’

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘এ বছরের শুরুতে আমরা বাংলাদেশে সফলভাবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে পেরেছি। আমরা তার আগে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছি। যাতে খেলার সংশ্লিষ্ঠ সবাই নিরাপদে থাকে আমরা তার ব্যবস্থা করেছি। ’

রিচার্ডসন আরও যোগ করেন, ‘ইসিবি যখন সফরের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে তাহলে এখন আমরা আইসিসির নিজস্ব পর্যবেক্ষণে আত্মবিশ্বাসী যে, সিরিজে আমরা ম্যাচ অফিসিয়ালদের পাঠাতে পারবো। ক্রিকেটকে নিরাপদে আয়োজনের অঙ্গীকার করায় আমরা যুক্তরাজ্য ও বাংলাদেশকে ধন্যবাদ জানাই। ’

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।