ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস যোগাবে বিসিএল’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
‘ব্যাটসম্যানদের  আত্মবিশ্বাস যোগাবে বিসিএল’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইংল্যান্ড সিরিজের আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন ক্রিকেট, বিসিএল খেলার সুযোগ পাচ্ছেন ‍জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ২০ সেপ্টেম্বর বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচে অংশ নেবেন প্রাথমিক স্কোয়াডে থাকা সকল ক্রিকেটার।

  বিসিএলে অংশগ্রহণের মাধ্যমে দলের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

রোববার (২৮ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে মিনহাজুল আবেদিন বলেন, ‘আমাদের সামনে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ আছে। লংগার ভার্সন ধারণা থেকেই বিসিএলটা এসেছে। ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্ট-যে প্লেয়ারই হোক লম্বা সময় ধরে ব্যাটিং করাটা কিন্তু জরুরি। ব্যাটসম্যানদের  আত্মবিশ্বাস যোগাবে বিসিএল। ’

বিসিএলে অংশগ্রহণকারী চার দলের  জন্য ১০৭ জন ক্রিকেটারের তালিকা করেছিল নির্বাচকরা। সেই তালিকা থেকে প্রতিটি দল ২০ জনের স্কোয়াড বিসিবিকে জমা দিয়েছে। ১৫ জনের স্কোয়াডের সঙ্গে দলগুলো ৫ জন রিজার্ভ খেলোয়াড় রেখেছে।  

বিসিএলের ক্রিকেটার নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘বিসিএলে বাংলাদেশের সব সেরা ক্রিকেটাররাই আছে। এনসিএলে (জাতীয় ক্রিকেট লিগ) যারা ভালো  খেলেছে ‍তারাও আছে। কিছু প্লেয়ারকে রাখা হয়েছে যাদের কাছ থেকে আমরা ‍আরেকটু ভালো কিছু চাচ্ছি।   যাদেরকে আগামী দিনে বাংলাদেশ দলে দেখতে চাই এবং যারা পরীক্ষিত প্লেয়ার তাদেরকেই রাখা হয়েছে বিসিএলে। ’

দুই-তিনদিনের মধ্যেই দলগুলোর দেওয়া চূড়ান্ত স্কোয়াড গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানা গেছে। দীর্ঘদিন পর বিসিএলের মাধ্যমে সাদা পোশাকে মাঠে নামবেন জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলার কথা নড়াইল এক্সপ্রেসের।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।