ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চারটা ম্যাচই জিততে চাই: জাহানারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
চারটা ম্যাচই জিততে চাই: জাহানারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আয়ারল্যান্ড সফরে সবগুলো ম্যাচেই জয়ের কথা ভাবছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম। দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ০২ সেপ্টেম্বর নদার্ন আয়ার‌ল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা টাইগ্রেসদের।

আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাহানারা আলম বলেন, ‘প্রথমত আমাদের টার্গেট ম্যাচ জেতা। ২০১২ সালে আমরা আয়ারল্যান্ড সফর করেছিলাম। এ চার বছরে আমাদের মাঝে অনেক পরিবর্তন এসেছে। আমরা অনেক অভিজ্ঞ হয়েছি। এবারে আমরা চারটা ম্যাচই জিততে চাই। ’

ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে জাহানারা আলম বলেন, ‘আমরা ওখানে পৌঁছে দুই দিন অনুশীলনের সুযোগ পাব। আশা করি মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না। ’

টি-টোয়েন্টি দিয়ে আইরিশ মেয়েদের মুখোমুখি হবে জাহানারা আলমের দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি ৫ ও ৬ সেপ্টেম্বর। একদিন বিরতি দিয়ে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে। ১০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে আয়ারল্যান্ড ট্যুর।

এইচপির ট্রেনার কোরে বকিং নারী দলের সঙ্গে আয়ারল্যান্ড যাচ্ছেন। প্রধান নির্বাচকের পর এ সিরিজে ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সাবেক ক্রিকেটার আতাহার আলী খান। প্রধান কোচের দায়িত্বে আছেন সারোয়ার ইমরান।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।