কক্সবাজার থেকে: খেলোয়াড়ি জীবনের মতোই রোমাঞ্চের শিহরণ টের পাচ্ছেন আকরাম খান, মিনহাজুল আবেদীন, খালেদ মাহমুদ, খালেদ মাসুদ, শাহরিয়ার হোসেন বিদ্যুত, মেহরাব হোসেন অপি, হাসিবুল হোসেন শান্ত, মোহম্মদ রফিকরা। সাবেক ক্রিকেটারদের এই রোমাঞ্চ-উত্তেজনা ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’কে ঘিরে।
সাগরপাড়ে সাবেকদের ব্যাট-বলের যুদ্ধ চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। ৬ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল গড়াবে ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
টুর্নামেন্ট যাদেরকে নিয়ে সেই সাবেক ক্রিকেটারদের অপেক্ষায় এখন কক্সবাজার। ঢাকা থেকে বিমানের বিভিন্ন ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয়েছেন তারা। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে কক্সবাজারে পৌঁছাবেন ছয় দলের ৯০ ক্রিকেটার। সবাই উঠবেন সমুদ্র সৈকতের পাশে সায়মন বিচ রিসোর্টে।
ক্রিকেটের এ মহাযজ্ঞের আগে কক্সবাজারে চলছে রোদ-বৃষ্টির খেলা। হালকা রোদের মাঝেই ঝড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। টুর্নামেন্টের ভেন্যু শেখ কামাল স্টেডিয়ামের মধ্য মাঠ ঢেকে রাখা হয়েছে ত্রিপল দিয়ে। ভেন্যু ম্যানেজার আহসানুল হক বাহারের চেহারায় চিন্তার ছাপ।
ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে মাঠ শুকাতে একটু বেশিই সময় লেগে যায়। মাঝমাঠ নিয়ে দুঃশ্চিন্তা না থাকলেও তার ভাবনাটা আউটফিল্ড নিয়ে, ‘এ ভেন্যুতে ১৮ জন গ্রাউন্ডসম্যান আছে। চেষ্টা থাকবে টুর্নামেন্টর একটি ম্যাচও যাতে পন্ড না হয়। তবে বৃষ্টির উপর তো কারও হাত নেই। কয়েকদিন ধরে প্রতি রাতেই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আবার কমতে থাকে। আজ সকালে একটু বেশি বৃষ্টিই হয়ে গেল। ’
সমুদ্রের গর্জনের সঙ্গে ব্যাট-বলের লড়াই দেখতে অপেক্ষায় স্থানীয়রা। নবম শ্রেনীর ছাত্র শিহাব অপেক্ষায় আছেন সাবেক ক্রিকেটারদের কাছ থেকে দেখার জন্য, ‘এখানে যারা খেলবেন তাদের নিয়ে পত্রিকায় অনেক লেখা পড়েছি। খেলা দেখা হয়নি। বাংলাদেশের অনেক নামী-দামী ক্রিকেটার খেলবেন। সেটি জেনেছি বেশ কয়েকদিন আগেই। এখন তাদের খেলা দেখার অপেক্ষায় আছি। ’
টুর্নামেন্ট ৬টি দল খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে দলগুলোর নাম লঙ্কা-বাংলা অল স্টারস মাস্টার্স, ইস্পাহানি চিটাগং মাস্টার্স, জেবি গ্রুপ ঢাকা বিভাগ মাস্টার্স, কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স, জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স ও রেনেসাঁ রাজশাহী মাস্টার্স।
গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ হবে ১৮ ওভারের। সেমি ফাইনাল ও ফাইনাল ২৫ ওভারের। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্সের মূল মাঠ ও একাডেমির এক নম্বর মাঠে। ম্যাচ আয়োজনের সকল প্রস্তুতিই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ছয় দলের স্কোয়াড:
লংকা বাংলা ‘অলস্টারস মাস্টার্স’: রকিবুল হাসান (মেন্টর), সেলিম শাহেদ (অধিনায়ক), হাসিবুল হোসেন শান্ত, এহসানুল হক সেজান, জাভেদ ওমর বেলিম, তালহা জুবায়ের, আজম ইকবাল, মাসুদুর রহমান মুকুল, লাভলু রহমান, সৈয়দ আদিল আহমেদ, সোহেল হোসেন পাপ্পু, নিয়াজ মোর্শেদ নাহিদ, বাকি বিল্লাহ হিমেল, ফাহিম মুনতাসির সুমিত, মাহবুব আনাম।
ইস্পাহানি ‘চট্টগ্রাম মাস্টার্স’: আজহার হোসেন শান্টু (মেন্টর), আকরাম খান (অধিনায়ক), মিনহাজুল আবেদিন নান্নু, এনামুল হক মনি, তারেক আজিজ খান, আফতাব আহমেদ, তৌহিদুল হোসেন শ্যামল. হুমায়ুন কবির, আনোয়ার হোসেন মনির, জুবায়ের ইসতিয়াক আহমেদ, ফজলে বারি খান রুবেল, নুরুল আবেদিন নোবেল, আফজাল খান, ফজলে হাসান খান, মীর আক্তার উদ্দিন আহমেদ।
কনফিডেন্স গ্রুপ ‘ঢাকা মেট্রো মাস্টার্স’: এএসএম ফারুক (মেন্টর), খালেদ মাহমুদ সুজন (অধিনায়ক) মো: রফিক, নিয়ামুর রশীদ রাহুল, নাসির আহমেদ নাসু, এ আই এম মনিরুজ্জামান, ইমরান পারভেজ রিপন, আনিসুল হাকিম রব্বানী, ইকবাল হোসেন, ইমরান হামিদ পার্থ, মীর জিয়াউদ্দিন আহমেদ, সাব্বির খান শাফিন, তানভির আহমেদ তিমির, আশফাক রহিম।
রেনেসাঁ গ্রুপ ‘রাজশাহী মাস্টার্স’: শাহনেয়াজ কবির শানু (মেন্টর) খালেদ মাসুদ পাইলট (অধিনায়ক) আলমগীর কবির, রফিকুল ইসলাম খান, সাইফুল্লাহ খান জেম, হান্নান সরকার, আবদুল্লাহ খান বিপ্লব, তরিকুল ইসলাম, মোর্শেদ আলী খান সুমন, গাজী আলমগীর, মুশফিকুর রহমান বাবু, জাহাঙ্গীর আলম, শরিফুল হক প্লাবন, উমর শরিফ খান রওনক, আক্তার আহমেদ সিপার।
জেমকন গ্রুপ ‘খুলনা মাস্টার্স’: উমর খালিদ রুমি (মেন্টর), হাবিবুল বাশার সুমন (অধিনায়ক) মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হাসানুজ্জামান ঝড়ু, মো: সেলিম, জামাল বাবু, মাহমুদুল হাসান রানা, মুরাদ খান, আলী ইমরান রাজন, হারুনুর রশীদ লিটন, শফিউদ্দিন আহমেদ বাবু, তাসরিকুল ইসলাম টোটাম, মো: তৌহিদুল ইসলাম চপল, জিসান হাসিব, মিজানুর রহমান পাটোয়ারী।
জেবি গ্রুপ ‘ঢাকা মাস্টার্স’: ইসতিয়াক আহমেদ (মেন্টর), নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), সানোয়ার হোসেন, শাহরিয়ার হোসেন বিদ্যুত, মেহরাব হোসেন অপি, সাইফুল ইসলাম খান, মনিরুল ইসলাম তাজ, শাহনেয়াজ কবির শুভ্র, রাশেদুল হক সুমন, সাজ্জাদ কাদির, জাকির হাসান দিপু রায় চৌধুরী, আনিসুর রহমান, জালাল ইউনুস, আবু হায়দার রিপন।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এসকে/এমআরএম