ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ব্যাটিং পরামর্শক সামারাবীরা, সহকারী কোচ হলেন হ্যালসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, সেপ্টেম্বর ২, ২০১৬
ব্যাটিং পরামর্শক সামারাবীরা, সহকারী কোচ হলেন হ্যালসেল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড সিরিজের জন্য তামিম-সাকিবদের ব্যাটিং পরামর্শক হিসেবে শ্রীলংকান থিলান সামারাবীরাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেলকে করা হয়েছে সহকারী কোচ।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  

বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘আমাদের আরও কিছু শর্টেজ আছে কোচের। এজন্য আমাদের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে আমরা সহকারী কোচ করে দিচ্ছি। এছাড়া ব্যাটিং পরামর্শক হিসেবে থিলান সামারাবীরাকে আমরা আপাতত ইংল্যান্ড সিরিজের জন্য নিয়োগ দিবো। তাকে আমরা দেখবো। এরপর পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানো যায় কিনা সেটা আলোচনা করবো। ’

জাতীয় দলের স্পিন ও সহকারী কোচ রুয়ান কালপাগে ছুটি কাটিয়ে যথাসময়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ না দেয়ায় গত মাসে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবি। আর ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো করতে স্বল্প মেয়াদে পরামর্শক হিসেবে থিলান সামারাবীরাকে নিয়োগ দিয়েছে বিসিবি।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।