ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শিরোপায় চোখ বাশারের

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
শিরোপায় চোখ বাশারের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার থেকে: মাস্টার্স ক্রিকেট কার্নিভালে সেমিফাইনাল খেলার লক্ষ্য ছিল জেমকন গ্রুপ খুলনার। সেমিফাইনালে ঢাকা মেট্রোকে ১৬ হারিয়ে ফাইনালও নিশ্চিত করে ফেলেছে হাবিবুল বাশারের দল।

এবার ফাইনালটা সিরিয়াসলিই খেলতে চান জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।  

জয়ের পর বাংলানিউজের মুখোমুখি হয়ে হাবিবুল জানান, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা। সেটা পেরিয়ে গেছি। এবার সিরিয়াসলি খেলতে চাই। চ্যাম্পিয়ন হওয়াই এখন আমাদের মূল লক্ষ্য। ’

৩২ রানের ইনিংস খেলে এ জয়ে দারুণ অবদান রাখেন বাশার। তবে নিজের পারফরম্যান্সের চেয়ে দলের জয়কেই এগিয়ে রাখলেন তিনি, ‘রান করতে সবসময়ই ভালো লাগে। আমাদের দল সেমিফাইনালে উঠেছে এটাও কম গুরুত্বপূর্ণ নয়। ’

কার্নিভালকে উপলক্ষ করে কক্সবাজারে বসেছে সাবেক তারকা ক্রিকেটারদের মিলনমেলা। পুরনো সর্তীথদের নিয়ে সমুদ্রপাড়ে দারুণ সময় কাটিয়েছেন বলে জানালেন বাশার, ‘মাঠ এবং মাঠের বাইরে আমরা খুব উপভোগ করেছি। যেহেতু সবাই ক্রিকেটার, ক্রিকেট নিয়ে অনেক আলাপ হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত নিয়ে অনেক আলোচনা করেছি। সবাই মিলে একসাথে খেলছি। অনেক আবেগ-অনুভূতি শেয়ার করেছি। খেলাটাও খুব এনজয় করেছি। ’

কার্নিভাল শুরুর দিন থেকে কক্সবাজারে প্রতিদিনই বৃষ্টি হয়েছে। তবে আজ সেমিফাইনালে বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারেনি। গত দু’দিনের বৃষ্টির কারণে ওভার কমিয়ে খেলতে হয়েছে। এ ব্যাপারটা ছাড়া কার্নিভালের সব কিছুই ভালো ছিল বলে জানান হাবিবুল, ‘আবহাওয়ার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছিলো। আজকেই ১৫ ওভারে খেলতে পারলাম। বাকি ম্যাচগুলো ছোটো ছিল। এ বিষয়টা বাকি সবকিছুই বেশ ভালোভাবে হচ্ছে। ’

আগামী বুধবার (০৭ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে কার্নিভালের ফাইনাল ম্যাচ। ফাইনালে বাশারদের প্রতিপক্ষ জাভেদ ওমর-হাসিবুল হোসেনদের এক্সপো অলস্টারস।  

ফাইনাল নিয়ে বাশারের রোমাঞ্চের কারণ মিরপুর স্টেডিয়াম। দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে মিরপুরে নামবেন হাবিবুল, ‘এটা ভেবে খুব এক্সসাইটেড আমি। অনেক বছর পর মিরপুরে খেলবো। এর মধ্যে কিছু ম্যাচ খেলেছি, তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট মিরপুরে খেলবো অনেক বছর পর। আশা করবো খুলনার যারা বর্তমান প্লেয়ার আছে তারাও খেলাটা দেখতে আসবে। ’

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি
** সুজনদের হারিয়ে ফাইনালে বাশারের দল
** জাভেদ ওমরের ব্যাটে ফাইনালে অলস্টারস
** সেমিফাইনালে ঢাকা ও খুলনা বিভাগ
** হেরে বিদায় নিল পাইলটের রাজশাহী
** দুর্জয়ের কাছে আকরামের হার
** ‘ক্রিকেট বয়সের নয়, বেসিকের খেলা’
** সাবেকদের মাঠের লড়াই শুরু
** এক কথায় ‘অপূর্ব’
** ১৪০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা বিসিবির
**সিরিয়াস ক্রিকেটই খেলবেন রফিক
**ক্রিকেট না হলে ফুটবল খেলবেন আকরাম
**এক সঙ্গে হওয়াটাই গুরুত্বপূর্ন: দূর্জয়
**সাবেকদের অপেক্ষায় কক্সবাজার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।