ঢাকা: আস্তে আস্তে বাংলাদেশ সফরের সকল প্রস্তুতি সেরে নিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। একে একে ইংলিশ ক্রিকেটাররাও তাদের ইতিবাচক মন্তব্য করছেন।
ইংল্যান্ড জাতীয় দলের দুই অধিনায়কের মধ্যে একজন মরগান। আর টেস্টে নেতৃত্ব দেন অ্যালিস্টার কুক। বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে ইসিবি’র নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের সবুজ সংকেতের পর রাজী হন কুক।
এ সফরে নিরাপত্তা ঝুঁকি থাকার প্রসঙ্গে মরগান ছাড়াও সিদ্ধান্তহীনতায় ভুগছেন জস বাটলার ও লিয়াম প্লাঙ্কেট। তবে ওয়ানডে দলপতি অনেক আগেই বলেছিলেন, সফর করার ব্যাপারে বোর্ড কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না। আর নতুন করে যোগ করলেন, একজনের সিদ্ধান্ত সবার ওপর প্রভাব ফেলবে না।
মরগান জানান, ‘এটা অবশ্যই ব্যক্তিগত মতামত। সুতরাং একজনের সিদ্ধান্ত আরেক ক্রিকেটারের ওপর প্রভাব বিস্তার করবে না। আসলে সন্ত্রাসী হামলার দুই মাসের মধ্যে যদি সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে সময়টা খুবই কম। এ নিয়ে আরও চিন্তার বিষয় আছে। ’
ইংল্যান্ড বর্তমানে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে। আর মরগান জানান, একটি সিরিজ চলাকালীন আরেক সিরিজের সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের দুই দিন আগে (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সফরের ওয়ানডের জন্য ইংল্যান্ড স্কোয়াড ঘোষণার কথা ছিল। তবে খেলোয়াড়রা ব্যস্ত থাকা এটি পিছিয়ে পরের সপ্তাহে নেওয়া হয়েছে।
ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে নিয়মিতই যোগাযোগ হচ্ছে রেগ ডিকাসনের। তবে সফরটি নিশ্চিত হওয়ার পর ইসিবি ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রস জানিয়েছিলেন, বাংলাদেশ শতভাগ নিরাপদ। তিনি আশা করছেন প্রতিটি ক্রিকেটারই সফর করবেন।
মরগান আরও বলেন, ‘এতো কম সময়ে সিদ্ধান্ত নেওয়াটা সহজ না। তবে আমরা ইসিবির কাছে সময় চেয়েছি। আমার মনে হয় আমরা আরও সময় পাবো। যাতে করে শতভাগ আত্মবিশ্বাসী হয়ে সিদ্ধান্ত নিতে পারি। আর সফরটি আরও নিরাপদ অনুভব হয়। ’
বাঁহাতি ব্যাটসম্যান মরগান যদি সফর না করেন তবে, উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকেই হয়তো অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। বর্তমানে দলটির সীমিত ওভারের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা বাটলার ইংলিশদের গত আমিরাত সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেতৃ্ত্ব দিয়েছিলেন। সে ম্যাচে মরগানকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
বিভিন্ন মিডিয়ার খবর মতে, ইংল্যান্ড ক্রিকেটের তিন ফরম্যাটে খেলেন এমন কয়েকজনকে ওয়ানডে সিরিজে বসিয়ে রাখা হতে পারে। যার মধ্যে অন্যতম দলটির প্রতিভাবান ব্যাটসম্যান জো রুট। তিনি চলতি বছরের জানুয়ারি থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
বিশ্রাম দেওয়া হতে পারে স্পিন অলরাউন্ডার মঈন আলীকেও। এছাড়া এ তালিকায় থাকার কথা রয়েছে অলরাউন্ডার বেন স্টোকসের।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ০৩ আগস্ট, ২০১৬
এমএমএস