ঢাকা: ইংল্যান্ডের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে মঈন আলী পরিস্কার ভাবে জানিয়ে দিলেন তিনি বাংলাদেশ সফরে আসবেন। যদিও একদিন আগেই ইংলিশদের সিমীত ওভারের অধিনায়ক ইয়ন মরগান এখনও অনিশ্চিত বলে জানিয়েছিলেন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা প্রধান রেড ডিকাসনের বাংলাদেশকে সবুজ সংকেত দেওয়ার পর থেকে দেশটির বিভিন্ন ক্রিকেটোর ইতিবাচক-নেতিবাচক মন্তব্য করছেন। যেখানে অবশ্য বলা হয়েছে প্রতিটি ক্রিকেটারের সঙ্গে এ ব্যাপারে আলাদা আলোচনা করবে বোর্ড। পাশাপাশি সফর করার ব্যাপারে কাউকে চাপ দেওয়া হবে না।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ইংল্যান্ডের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে শেষ ম্যাচের আগে মঈন জানান, বাংলাদেশ সফরে তার কোনো সংশয় নেই। যদিও ইংলিশদের তিন ফরম্যাটের এ ক্রিকেটারকে বাংলাদেশ সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে।
এ ব্যাপারে মঈন বলেন, ‘আমি যদি বাংলাদেশ সফরে নির্বাচিত হই, তবে অবশ্যই যাবো। আমি এ সফরের সবকিছুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রতিটি ক্রিকেটারের ভিন্ন মতামত রয়েছে। তবে কারও ওপরেই কোনো চাপ নেই। আমার মতে বর্তমান বিশ্বে কোয়াও নিরাপদ নয়। তাই এ সফরের ব্যাপারে আমি ইতিবাচক। ’
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।
সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এমএমএস