ঢাকা: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (০৫ সেপ্টেম্বর) নর্দান আয়ারল্যান্ডের ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।
আয়ারল্যান্ড সফরে জয়ের বিকল্প কিছু ভাবছে না টাইগ্রেস অধিনায়ক জাহানারা আলম। দেশ ছাড়ার আগে সবগুলো ম্যাচেই জয়ের আশাবাদ ব্যক্ত করে এ পেসার বলেন, ‘প্রথমত আমাদের টার্গেট ম্যাচ জেতা। ২০১২ সালে আমরা আয়ারল্যান্ড সফর করেছিলাম। এ চার বছরে আমাদের মাঝে অনেক পরিবর্তন এসেছে। আমরা অনেক অভিজ্ঞ হয়েছি। এবারে আমরা চারটা ম্যাচই জিততে চাই। ’
৯ দিনের সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলার সুযোগ পাবে জাহানারা আলমের দল। কাঁধের ইনজুরির কারণে আয়ারল্যান্ড সফরে যেতে পারেননি অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। তার বিকল্প হিসেবে প্রথমবার দলে জায়গা পেয়েছেন বিকেএসপির অলরাউন্ডার জান্নাতুল ফেরদৌস সুমনা। অফস্পিনের পাশাপাশি মিডলঅর্ডারে ব্যাটিংটা ভালোই জানেন এ তরুণী।
আয়ারল্যান্ডে সিমিং কন্ডিশনে তিন পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ। জাহানারা-পান্না ঘোষের সঙ্গে বল হাতে দেখা যেতে পারে বিকেএসপির পেসার সুরাইয়া আজমিনকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে অতীত সাফল্য খারাপ নয় বাংলাদেশের মেয়েদের। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় আছে বাংলাদেশের।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৬ সেপ্টেম্বর। একদিন বিরতি দিয়ে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে। ১০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে আয়ারল্যান্ড ট্যুর।
আয়ারল্যান্ড সফরে নারী দলের সঙ্গে রয়েছেন এইচপির ট্রেনার কোরে বকিং, নির্বাচক-ম্যানেজার আতাহার আলী খান ও হেড কোচ সারোয়ার ইমরান।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
এসকে/এমআরএম