ঢাকা: ২০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়ানোর কথা ছিল দেশের লংগার ভার্সনের একমাত্র ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। কিন্তু আপাতত সেটা অনুষ্ঠিত হচ্ছে না।
রোববার (৪ সেপ্টম্বর) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে তিনি একথা বলেন।
এনসিএল প্রসঙ্গে এ সময় স্বপন বলেন, এনসিএল শুরু করতে আমরা বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্পাদকমন্ডলীদের সাথে কথা বলেছি। সুষ্ঠভাবেই তা শুরু হবে। এ ব্যাপারে আমরা তাদের সার্বিক সহযোগিতাও পেয়েছি।
গত ১৪ মাস ধরে একটি টেস্ট ম্যাচও খেলেনি বাংলাদেশ। তাছাড়া অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে সাকিব, মুশফিকদের। তাই বিসিএল দিয়েই টেস্ট ম্যাচের প্রস্তুতির কথা ভাবছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। হঠাৎ কেন বিসিএল বন্ধ করা হলো?
কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, ‘আমরা ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতির ব্যাপারটি মাথায় রেখেই বিসিএল শুরু করতে চাচ্ছিলাম। কিন্তু সেটা আফগানিস্তান সিরিজ দিয়েই হয়ে যাচ্ছে। বিসিএলে কর্পোরেটরা কাভারেজ চায়। তারা চায় জাতীয় দলের ক্রিকেটাররা সেখানে খেলুক। কিন্তু আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের কারণে জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়রাই সেখানে খেলতে পারবে না। ফলে আমরা বিসিএল পিছিয়েছি। তবে আমরা একটি ফাঁকা সময় দেখে সেটা শুরু করতে পারবো। ’
সেপ্টেম্বরে আফনিস্তান ও অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ থাকায় ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ব্যবহার করা যাবে না। তাই সিলেট, খুলনা, ফতুল্লা, বিকেএসপি, রাজশাহী ও বগুড়া স্টেডিয়াম এনসিএলের ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে বলে জানান আকরাম।
এদিকে, এনসিএল দিয়েই প্রায় সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ব্যাট হাতে মোহাম্মদ আশরাফুল মাঠে নামছেন বলেও গণমাধ্যমকে আশ্বস্ত করেন আকরাম খান।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি