ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারের ব্যাটে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
ওয়ার্নারের ব্যাটে অস্ট্রেলিয়ার সিরিজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ডেভিড ওয়ার্নারের ১০৬ রানের অনবদ্য ব্যাটিংয়ে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ৪-১ এ সিরিজ জিতলো অস্ট্রেলিয়া।

লঙ্কানদের দেয়া ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটের খরচায় ৪২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে সফরকারী অজিরা।


 
রোববার (৪ সেপ্টেম্বর) পালেকেল্লে স্টেডিয়ামে ওয়ার্নারদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিক শ্রীলঙ্কা।
 
আর ব্যাটিংয়ে নেমে ধানুস গুনাথিলাকার ৩৯ ও ধনঞ্জয় ডি সিলভার ৩৪ রানে ভর করে ৪০.২ ওভারে ১৯৫ রানের স্বল্প সংগ্রহে অলআউট হয় শ্রীলঙ্কা।

অজিদের হয়ে বল হাতে মিচেল স্টার্ক ৩টি, জাম্পা ও হেড ২টি করে এবং হেস্টিংস, বোলান্ড ও ফকনার নিয়েছেন ১টি করে উইকেট।

জবাবে জয়ের জন্য ১৯৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ডেভিড ওয়ার্নারের ১২৬ বলে ১০৬ ও জর্জ বেইলির ৪৪ রানে ৪৩ ওভারে ১৯৯ রান সংগ্রহ করে সিরিজ নিশ্চিত করে সফরকারী অস্ট্রেলিয়া।
 
বল হাতে শ্রীলঙ্কার হয়ে দিলরুয়ান পেরেরা ৩টি ও ধনঞ্জয় ডি সিলভা নিয়েছেন ২টি উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার ও সিরিজ সেরা হয়েছেন জর্জ বেইলি।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর ২০১৬
এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।