ঢাকা: সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের (এমসিসি) ফাইনাল খেলা দেখা যাবে টেলিভিশনের পর্দায়। আগামী বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।
ফাইনাল ম্যাচের ব্যাপ্তি বাড়ানো হয়েছে। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল ম্যাচ ১৫ ওভারে অনুষ্ঠিত হলেও ফাইনাল ম্যাচটি হবে ২৫ ওভারে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটি জানিয়েছে কার্নিভালের আয়োজকরা।
ফাইনালে এক্সপো অলস্টারস মাস্টার্সের মুখোমুখি হবে জেমকন খুলনা মাস্টার্স। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ফাইনাল শেষে সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে কোচ, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের। এমসিসি’র সম্মাননা পাচ্ছেন- জালাল আহমেদ চৌধুরী (কোচ), ওসমান খান (কোচ), সৈয়দ আলতাফ হোসেন (কোচ), আফজালুর রহমান সিনহা (সংগঠক), মাহবুবুল আনাম (সংগঠক), দিলু খন্দকার (ক্রীড়া সাংবাদিক), উৎপল শুভ্র (ক্রীড়া সাংবাদিক), আরিফুর রহমান বাবু (ক্রীড়া সাংবাদিক), খন্দকার তারেক (ফটো সাংবাদিক), শামসুল হক টেংকু (ফটো সাংবাদিক), মীর ফরিদ (ফটো সাংবাদিক)।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি