ঢাকা: ক’দিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলে গেছেন ভারতের তারকা ব্যাটসম্যান ইউসুফ পাঠান। আইপিএলে সাকিবদের সতীর্থ হয়ে মাঠ মাতান কলকাতার হয়ে।
কেনিয়ার লিগে খেলতে সিনিয়র পাঠান গত ০২ সেপ্টেম্বর সেখানে যান। স্ট্রে লায়ন্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলার জন্য গিয়েছেন ডানহাতি এই তারকা ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও কেনিয়ায় খেলার ছাড়পত্র দিয়েছে পাঠানকে।
এ প্রসঙ্গে ইউসুফ জানান, আমি খুবই খুশি যে বোর্ড থেকে আমাকে দেশের বাইরের লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। কেনিয়ার মাটিতে তাদের লিগে খেলার জন্য অপেক্ষা করছি। এটা আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা হবে।
আইপিএলের পর পরেই সাকিবের অনুরোধে আবাহনীতে খেলতে আসেন ইউসুফ। ০১ জুলাই প্রাইম ব্যাংকের বিপক্ষে তামিম-সাকিব-তাসকিনদের দলের হয়ে খেলেছেন ৪৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস। আর নিজের দ্বিতীয় ম্যাচে সিসিএসের বিপক্ষে বল হাতে ৬ ওভারে ১৭ রান দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮ রান করেন।
দেশের জার্সিগায়ে ইউসুফ পাঠান ৫৭টি ওয়ানডে আর ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টিম ইন্ডিয়ার হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন পাকিস্তানের বিপক্ষে ২০১২ সালের মার্চে। একই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি