ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছুটি কাটাতে দেশে ফিরে যাচ্ছেন ওয়ালশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
ছুটি কাটাতে দেশে ফিরে যাচ্ছেন ওয়ালশ

ঢাকা: মিরপুরে অনুশীলন ম্যাচের মধ্যদিয়ে শেষ হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। ঈদুল আজহা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাবেন ক্রিকেটাররা।

ঢাকায় তাই আপাতত পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাজ নেই।

ছুটি কাটাতে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজে ফিরে যাচ্ছেন টাইগারদের নতুন বোলিং কোচ।

আগামীকাল দেশে ফিরে যাচ্ছেন ওয়ালশ। তার দেশে ফিরে যাওয়ার ব্যাপারে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান জানান, ‘আগামীকাল দেশে ফিরে যাচ্ছেন কোর্টনি। তবে ঠিক কখন যাচ্ছেন এখনই বলতে পারছিনা। ছুটি শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি। ’

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামে সাকিব-মাশরাফি-মুশফিকদের অনুশীলন ম্যাচে চোখ রাখেন ওয়ালশ। গতকালই আনুষ্ঠানিকভাবে যোগ দেন টাইগার শিবিরে।

৯ দিনের ছুটির পর আগামী ১৬ সেপেটম্বর শুরু হবে মূল দলের অনুশীলন। একদিন পর ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন এ কিংবদন্তি পেসার। ওয়ালশের ফেরার দিনই ঢাকায় ফিরবেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।