ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে ঝুঁকি নিতে চাই না: নান্নু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
আফগানিস্তানের বিপক্ষে ঝুঁকি নিতে চাই না: নান্নু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ছোট দলের বিপক্ষে পাইপ-লাইনের ক্রিকেটারদের পরীক্ষা করিয়ে নেয়ার সুযোগ থাকে। তবে বাংলাদেশ দলের এক্ষেত্রে অতীত-অভিজ্ঞতা সুখকর নয়।

এ বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্রিকেটারদের পরীক্ষা-নীরিক্ষার ঝুঁকি নিয়ে সফল হতে পারেনি টাইগাররা। ২-২ সমতায় শেষ হয় সিরিজটি।

সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ছোট দল বলে কি এবারও চলবে পরীক্ষা-নীরিক্ষা? আফগানদের বিপক্ষে এমন ঝুঁকি নিতে রাজি নন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আফগানদের বিপক্ষে সেরা টিমটাই নির্বাচন করা হবে বলে জানিয়েছেন তিনি।  

বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে নান্নু বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে বেস্ট পসিবল সাইডই খেলবে। আফগানিস্তানের বিপক্ষে ঝুঁকি নিতে চাই না। কাউকে এক্সপেরিমেন্ট করতে চাই না। আমাদের চিন্তা বেস্ট টিমটাই খেলবে যেহেতু, এটা একটা সিরিজ। এই সিরিজে এটা কোনো প্র্যাকটিস ম্যাচ নয়। বেস্ট পসিবল টিমটাই আমরা দাঁড় করাবো। যেটা ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে। ’
 
আজ-কালের মধ্যেই ঘোষণা করা হবে ২০ সদস্যের স্কোয়াড। ৩০ জন ক্রিকেটার থেকে ছোট হয়ে আসবে স্কোয়াড। ঈদুল আজহার ছুটির পর আগামী ১৬ সেপ্টেম্বর আবারো শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তার দুই দিনের মধ্যেই ঘোষণা করা হবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত স্কোয়াড।  
 
বাংলাদশে সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।