ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ভারত সফরে মিলনেকে নিয়ে সংশয়ে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, সেপ্টেম্বর ৭, ২০১৬
ভারত সফরে মিলনেকে নিয়ে সংশয়ে কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে অ্যাডাম মিলনের ওয়ানডে স্কোয়াডে থাকাটা অনিশ্চয়তার মুখে। এখনো কনুইয়ের সার্জারি থেকে সেরে উঠতে পারেননি ২৪ বছর বয়সী ডানহাতি পেসার।

স্বয়ং জাতীয় দলের নির্বাচক গ্যাভিন লারসেন ৩৩টি ওয়ানডে ও ১৮টি টি-২০ খেলা মিলনেকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

গত দু’বছর ধরেই বিভিন্ন ধরনের ইনজুরিতে জর্জরিত মিলনে। সবশেষ এপ্রিলে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। আর গত ৩০ মে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি। হ্যামস্ট্রিং ইনজুরিতে আইপিএল মিস করার পর এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্ট থেকেও ছিটকে যান।

আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড একাদশ ও ইমার্জিং প্লেয়ার একাদশের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচের স্কোয়াডে আছেন মিলনে। কিন্তু তাকে শুধু ব্যাটসম্যান হিসেবেই রাখা হয়েছে। অন্যদিকে, পিঠের ইনজুরি থেকে সেরে উঠছেন কোরি অ্যান্ডারসন। ভারত সফরে তার ওডিআই স্কোয়াডে থাকার উজ্জ্বল সম্ভাবনা থাকছে। ইমার্জিং প্লেয়ার একাদশের হয়ে মাঠে নামবেন ২৫ বছর বয়সী এ অলরাউন্ডার।

তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে ভারতে উড়াল দেবে ব্ল্যাকক্যাপসরা। কানপুরে আগামী ২২ সেপ্টেম্বর প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে কিউইরা। ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় ও ৮ অক্টোবর শেষ টেস্ট শুরু হবে। ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ১৬, ১৯, ২৩, ২৬, ২৯ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।