ঢাকা: বাংলাদেশ সফরে না আসার বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলস।
এর ফলে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে দলটির একদিনের ম্যাচে নেতৃত্ব দেবেন জস বাটলার।
আগামী শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ইংলিশ ক্রিকেট দলের একদিনের ও টেস্ট স্কোয়াড ঘোষণা হবে।
এ বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস জানান, আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে বাংলাদেশ সফরে তারা নিজেদের সরিয়ে নেওয়ায় হতাশ হয়েছি।
খেলোয়াড়দের সঙ্গে সব ধরনের আলোচনার পর আশা করা যাচ্ছে আর কেউ বাংলাদেশ সফরে নিজেকে গুটিয়ে নেবেন না।
এদিকে মরগানের এ সিদ্ধান্তকে ‘বড় ভুল’ বলে আখ্যায়িত করেছেন ইংলিশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মাইকেল ভন। এছাড়া মরগানকে ‘দলের সঙ্গে থাকা উচিত’ বলে মন্তব্য করেছেন সাবেক আরেক অধিনায়ক নাসের হুসেইন।
টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও ক্রিকেটের সবশেষ সংস্করণ টি-টোয়েন্টি খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জেডএস
** ‘স্নাইপার আর ট্যাংক’ নিরাপত্তা দেবে ইংলিশদের!
**বাংলাদেশ সফরে ইংলিশদের সম্ভাব্য স্কোয়াড
** বাস্তবতাকে মেনেই বাংলাদেশ সফরে আসবেন ব্রড
**দেশের সম্মান নষ্ট করে ঝুঁকিতে পড়ছেন মরগান!
** বাংলাদেশে আসছেন না মরগান, অধিনায়ক বাটলার
** মরগানের না আসার সম্ভাবনাই বেশি
** ‘আইপিএল খেলতে ভারতে গেলে, বাংলাদেশ কেন নয়’
** বাংলাদেশে আসছেন না স্টোকস-মার্ক উড
** বাংলাদেশ সফরে আগ্রহী গ্যারি ব্যালান্স
** বাংলাদেশ সফরে না গেলে জায়গা হারাতে পারেন মরগানরা
** বাংলাদেশ সফরে আসতে চান ক্রিস জর্ডান
** বাংলাদেশ সফর না করলে ঝুঁকিতে থাকবেন মরগান
** বাংলাদেশ সফরে সব ক্রিকেটারকে চান ইংলিশ কোচ
** বাংলাদেশ সফরে ইংলিশদের তৃতীয় স্পিনার ডসন
** বাংলাদেশ সফরে অবশ্যই আসবেন মঈন
** বাংলাদেশ সফরে এখনও অনিশ্চিত মরগান
** লাহোর হামলায় আহত কোচও আসছেন বাংলাদেশে
** বিশ্বাস রেখে বাংলাদেশে আসতে চান বেয়ারস্টো
** বাংলাদেশ সফরে দোটানায় হেলস
** বাংলাদেশের পাশে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লোয়ি
** পরিবারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন প্লাঙ্কেট
** বাংলাদেশ সফর নিশ্চিত করলেন কুক
** বিসিবি-ইসিবিকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি
** ইনজুরিতে অ্যান্ডারসন-ব্রড, বাংলাদেশ সফরে আশাবাদী
** সফর না করলে ঝুঁকিতে পড়বে ইংলিশ ক্রিকেটাররা
** জাতীয় দলে ব্রাত্য পিটারসেনের অদ্ভুত বার্তা
** প্রতিটি ক্রিকেটারের অংশগ্রহণ চান স্ট্রস
** ইংল্যান্ডের বাংলা সফর, অস্ট্রেলিয়াকে জবাব!
** ‘১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না’
** ইংল্যান্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে: পাপন
** টাইগারদের বিপক্ষে থাকবেন অ্যালিস্টার কুক?
** ইসিবিকে ধন্যবাদ জানালো বিসিবি
** বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সবুজ সংকেত