ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে আসবেন নাসের হুসাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
বাংলাদেশে আসবেন নাসের হুসাইন ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তার অজুহাতে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ সফরে আসছেন না দলটির সীমিত ওভারের দলপতি ইয়ন মরগান এবং ওপেনার অ্যালেক্স হেলস। তবে, বাংলাদেশে আসছেন ইংলিশদের সাবেক দলপতি নাসের হুসাইন।

সাবেক এই ইংলিশ অধিনায়ক অবশ্য দলের সঙ্গে আসবেন না। তিনি বাংলাদেশে আসবেন স্কাই স্পোর্টসের হয়ে সিরিজটি কাভার দিতে।

ডেইলি মেইলে নিজ কলামে নাসের হুসাইন লিখেছেন, ‘আমি বাংলাদেশে যাচ্ছি সিরিজটি কাভার করার জন্য এবং এখন পর্যন্ত কোনো কিছুই বুকিং দেইনি। খারাপ শোনালেও এটিই সত্যি যে, বিশ্বের কোনো জায়গা এখন নিরাপদ নয়। আমরা যেকোনো জায়গায় হুমকির শিকার হতে পারি। এটা লর্ডসেও হতে পারে। ’

তিনি আরও লিখেছেন, ‘আপনার কাছে যদি বাংলাদেশকে এ মুহূর্তে নিরাপদ না মনে হয়, তাহলে বিশ্বের কোন জায়গাটি আপনার কাছে নিরাপদ মনে হচ্ছে? নিরাপত্তার অজুহাত পেশাদারী ক্রিকেটে থাকতে পারেনা। এটা খুব লজ্জার ব্যাপার। ’

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি
** বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে থাকবে ডিআরএস
** মরগানের পথ ধরে বাংলাদেশ সফরে আসছেন না হেলস
** ‘স্নাইপার আর ট্যাংক’ নিরাপত্তা দেবে ইংলিশদের!
**বাংলাদেশ সফরে ইংলিশদের সম্ভাব্য স্কোয়াড
** বাস্তবতাকে মেনেই বাংলাদেশ সফরে আসবেন ব্রড
**দেশের সম্মান নষ্ট করে ঝুঁকিতে পড়ছেন মরগান!
** বাংলাদেশে আসছেন না মরগান, অধিনায়ক বাটলার
** মরগানের না আসার সম্ভাবনাই বেশি
** ‘আইপিএল খেলতে ভারতে গেলে, বাংলাদেশ কেন নয়’
** বাংলাদেশে আসছেন না স্টোকস-মার্ক উড
** বাংলাদেশ সফরে আগ্রহী গ্যারি ব্যালান্স
** বাংলাদেশ সফরে না গেলে জায়গা হারাতে পারেন মরগানরা
** বাংলাদেশ সফরে আসতে চান ক্রিস জর্ডান
** বাংলাদেশ সফর না করলে ঝুঁকিতে থাকবেন মরগান
** বাংলাদেশ সফরে সব ক্রিকেটারকে চান ইংলিশ কোচ
** বাংলাদেশ সফরে ইংলিশদের তৃতীয় স্পিনার ডসন
** বাংলাদেশ সফরে অবশ্যই আসবেন মঈন
** বাংলাদেশ সফরে এখনও অনিশ্চিত মরগান
** লাহোর হামলায় আহত কোচও আসছেন বাংলাদেশে
** বিশ্বাস রেখে বাংলাদেশে আসতে চান বেয়ারস্টো
** বাংলাদেশ সফরে দোটানায় হেলস
** বাংলাদেশের পাশে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লোয়ি
** পরিবারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন প্লাঙ্কেট
** বাংলাদেশ সফর নিশ্চিত করলেন কুক
** বিসিবি-ইসিবিকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি
** ইনজুরিতে অ্যান্ডারসন-ব্রড, বাংলাদেশ সফরে আশাবাদী
** সফর না করলে ঝুঁকিতে পড়বে ইংলিশ ক্রিকেটাররা
** জাতীয় দলে ব্রাত্য পিটারসেনের অদ্ভুত বার্তা
** প্রতিটি ক্রিকেটারের অংশগ্রহণ চান স্ট্রস
** ইংল্যান্ডের বাংলা সফর, অস্ট্রেলিয়াকে জবাব!
** ‘১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না’
** ইংল্যান্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে: পাপন
** টাইগারদের বিপক্ষে থাকবেন অ্যালিস্টার কুক?
** ইসিবিকে ধন্যবাদ জানালো বিসিবি
** বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সবুজ সংকেত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।