ঢাকা: আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ ৭ নম্বরে অবস্থান করছে। আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজে দলটিকে হোয়াইটওয়াশ করতে পারলে এবং অক্টোবর থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারলেই একধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে আসবে টাইগাররা।
তবে এই র্যাংকিংকে একেবারেই পাত্তা দিচ্ছেন না টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। হাথুরুসিংহের অভিমত, ‘র্যাংকিং এমন কোন বিষয় না যা নিয়ে ভাবার কিছু আছে। র্যাংকিং খেলারই একটি অংশ। ভাল করতে পারলেই যার উন্নতি হয় এবং খারাপ খেললে যার অবনতির বিষয়টি এসে যায়। আমরা আসলে ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ছয়টি ওয়ানডে জয় নিয়ে ভাবছি। ’
আর মাশরাফি চোখে, ‘এটা নিয়ে আমি আসলে কখনও চিন্তাই করিনি। পয়েন্ট টেবিলে এখন যেখানে আছি দেড় বছর আগে জানতাম না যে এখানে থাকবো। অতএব আমার কাছে মনে হয় না যে এটা ভাবার মতো কোন বিষয়।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিসিবি সম্মেলন কক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে এমনটিই জানান টাইগার কোচ ও অধিনায়ক।
এদিকে, এদিনের সংবাদ সম্মেলনে উঠে আসে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের লক্ষ্যের মত গুরত্বপূর্ণ বিষয়টিও। যেখানে জয় ভিন্ন কিছুই ভাবতে রাজী নন কোচ হাথুরু, ‘আমাদের মূল লক্ষ্য হলো আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে জেতা। তবে প্রথম ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা মূলত সেদিকেই ফোকাস করছি। আর ম্যাচের শুরুটা ভাল করাও আমাদের জন্য জরুরি। ’
আইসিসি’র সহযোগি দেশ হলেও আফগানিস্তানকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না টাইগার কোচ। বরং টেস্ট খেলুড়ে অন্যান্য আট দশটি দেশের মতোই গুরুত্ব দিয়ে ১০ মাস পর ঘরের মাঠে ওয়ানডেতে প্রতিপক্ষের ওপর ব্যাটে-বলে তার শিষ্যরা চোখ রাঙাবে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরএম