ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদুল্লাহ, কোচ স্টুয়ার্ট ল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদুল্লাহ, কোচ স্টুয়ার্ট ল ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরে খুলনা টাইটানস’র অধিনায়ক করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। এছাড়া কোচ হিসেবে স্টুয়ার্ট ল ও উপদেষ্টা করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে।


 
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে লোগো উম্মোচন অনুষ্ঠানে খুলনা টাইটানসের পরিচালক কাজী এনাম আহমেদ এ ঘোষণা দেন।
 
লোগো উম্মোচন করেন আমিন মোহাম্মদ গ্রুপের পরিচালক আমিনা আহমেদ। বিপিএল’র তৃতীয় আসরে মাহমুদুল্লাহ রিয়াদ বরিশাল বুলসে নেতৃত্ব দিয়েছিলেন।

কাজী এনাম আহমেদ বলেন, জেমকন গ্রুপ ও আমার পরিবার দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে জড়িত। আমার এ ফ্র্যাঞ্চাইজিকে এক বা দু’বছর নয় আগামী ৫ অথবা ১০ বছর নিয়মিত করে যাব।
 
আমরা সেরকম বাজেট নিয়ে নেমেছি যাতে নিয়মিত করা যায়। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, দেশবাসীকে খুলনা টাইটানসের পক্ষ থেকে ভালো ক্রিকেট উপহার দিতে চায়।

 
তিরি আরও বলেন, খুলনা টাইটানস শুধু বিপিএল খেলবে না, খুলনা বিভাগে সব লীগে সাপোর্ট দেব। টাইটানস নাম পছন্দের কারণ হলো আমরা ভালো, সুন্দর ক্রিকেট খেলতে চাই সেজন্য এ নাম ঠিক করা হয়েছে।
 
উপদেষ্টা হাবিবুল বাশার সুমন বলেন, এ টিমকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছি। টি-২০ ক্রিকেটে বলে কেউ চ্যাম্পিয়ন হতে পারবে না। কিন্তু ভালো ও সুন্দর ক্রিকেট খেলতে চায়।
 
খুলনা টাইটানস’র ভবিষ্যত পরিকল্পনা দেখে ভালো লাগছে। তারা শুধু এ বিপিএল’র এ আসর নয়, দীর্ঘমেয়াদী ক্রিকেট খেলতে চায়, ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় বলে এ টিমের সঙ্গে রয়েছি।
 
মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ভালো ক্রিকেট খেলতে চাই। স্থানীয় ও বিদেশি খেলায়াড়দের সমন্বয়ে একটি ভালো টিম গড়তে চাই। অধিকানায়ত্ব বড় বিষয় নয়, সবাইকে নিয়ে শক্তিশালী টিম গড়া কঠিন।
 
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আরইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।