ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্পিনেই সিরিজ জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
স্পিনেই সিরিজ জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ‘আমাদের স্পিন সাইড খুবই ভালো। দলে আছেন মোহাম্মদ নবী যে কীনা গেল ম্যাচে খুবই ভাল বল করেছে।

শুধু নবীই নন, রশিদ খানের মতো বিশ্বমানের স্পিনারও আমাদের দলের বোলিং আক্রমণের অন্যতম শক্তি। দ্বিতীয় ম্যাচের ধারাবাহিকতায় আশা করছি শেষ ম্যাচেও আমাদের স্পিনাররা তাদের বোলিং ধার অব্যাহত রাখবেন। ’ বলছিলেন আফগান টপ অর্ডার ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদী।
 
যথার্থই বলেছেন হাসমত। কেননা এই স্পিন আক্রমণ দিয়েই তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে স্বাগতিকদের বিপক্ষে ২ উইকেটের জয় নিয়ে ১-১ এ সিরিজে ফিরেছে সফরকারীরা। তাই সিরিজ নির্ধারণী ম্যাচ জয়েও স্পিনকেই টাইগার বধের অন্যতম অস্ত্র হিসেবে এগিয়ে রাখছেন শাহিদী।
 
অবশ্য শাহিদীর নিজ দলের স্পিনারদের এগিয়ে না রাখার কোন কারণও নেই কেননা, দ্বিতীয় ম্যাচে বল হাতে ৬টি উইকেটই নিয়েছেন স্পিনাররা। উইকেটই শেষ নয়, রান দেয়ার ক্ষেত্রেও যথেষ্টই হিসেবি ছিলেন আফগানদের স্পিন সাইড। অভিজ্ঞ মোহাম্মদ নবীর কথাই বলা যাক।  ১০ ওভার বল করে ১.৬০ গড়ে তিন মেডেন সমেত নবী তুলে নিয়েছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার উইকেট। সতীর্থদের উইকেট সংগ্রহকারী বলের সাথে সাথে নবীর  হিসেবি বোলিংয়েই ২০৮ রানের স্বল্প সংগ্রহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে যা দিন শেষে তাদের হারের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুধু দ্বিতীয় ওয়ানডেই কেন? প্রথম ওয়ানডেতেও মোহাম্মদ নবীর স্পিন বিষে নীল হয়ে ব্যক্তিগত ৬২ রানে প্যাভিলনে ফিরেছিলেন দুর্দান্ত খেলতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ। আর গুগলি ভেলকিতে মুশফিকুর রহিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন রশিদ খান। তাতে করে ২৬৫ রানের সংগ্রহ পায় স্বাগতিক বাংলাদেশ। সঙ্গত কারণেই সিরিজের শেষ ম্যাচেও স্পিন দিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন এই আফগান ব্যাটসম্যান।

শুধু বোলিংই নয়, তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেতে সতীর্থদের পাশাপাশি নিজের ব্যাটিং ধারকেও ধরে রাখতে চাইছেন শাহিদী। কেননা প্রথম ম্যাচে তার ৭২ রানে ভর করে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের খুব কাছে চলে গিয়েছিল আফগানরা। তবে দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিতভাবে জ্বলে উঠতে পারেননি এই আফগান টপ অর্ডার। ব্যক্তিগত ১৪ রানেই ফিরেছেন মোসাদ্দেকের বলে।

তবে এই ভুল তিনি এই ম্যাচ দিয়েই শোধরাতে চাইছেন, ‘আপনারা দেখেছেন যে প্রথম ওয়ানডেতে আমি ও রহমত শাহ দলকে ১৪৪ রানের জুটি এনে দিয়েছিলাম। তবে ম্যাচটি আমরা শেষ করতে পারিনি। তবে আশা করছি এই ম্যাচে আমি একই ভুল আর করবো না। ’        
      
এমন মানষিকতা নিয়েই তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে মোকাবেল করতে চাইছে আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।