ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সৌম্য-সাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সৌম্য-সাব্বির সাব্বির ও সৌম্য-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। এর পরই শুরু হয়ে যাবে দুই দলের টেস্ট সিরিজের প্রস্তুতি।

মূল সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে দুইটি দুই দিনের ম্যাচ খেলবে ইংলিশরা। প্রথম ম্যাচে অধিনায়কত্ব করবেন সাব্বির রহমান। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের অধিনায়ক সৌম্য সরকার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার (০৮ অক্টোবর) বিকেলে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের আলাদা দল ঘোষণা করেছে। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়া হয়েছে বিসিবি একাদশে।  

আগামী ১৪-১৫ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ১৬-১৭ অক্টোবর। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। ২০ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
 
প্রথম ম্যাচের বিসিবি একাদশ: সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সাদমান ইসলাম।
 
দ্বিতীয় ম্যাচের বিসিবি একাদশ: সৌম্য সরকার (অধিনায়ক), আব্দুল মজিদ, নাজমুল হাসান শান্ত, তানভির হায়দার খান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, আল আমিন হোসেন, আবু হায়দার রনি, শুভাশিষ রায়, এবাদত হোসেন, সাদমান ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।