ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একাদশে ফিরছেন নাসির!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
একাদশে ফিরছেন নাসির! নাসির হোসেন-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে একজন ফিনিশারের অভাবে।   ৩০৯ রান তাড়া করতে নামা বাংলাদেশ শেষ ১৭ রানে তালগোল পাকিয়ে ৬ উইকেট হারিয়ে বসলে ইংলিশবধের দারুণ এক সুযোগ হাতছাড়া হয়।

বিষাদ ছড়ানো অমন হারের পর চারদিক থেকে দাবি উঠেছে মোশাররফ রুবেল কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে নাসির হোসেনকে খেলানো হোক।

দাবিটা যে নিছক নয় সেটিই যেন প্রমাণ হতে যাচ্ছে। নইলে মাঠে ঢুকেই ব্যাট হাতে নেবেন কেন নাসির? গেল আফগানিস্তান সিরিজ ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচ শুরুর আগে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা যায়নি নাসিরকে।    

আজ মিরপুরে মোশাররফ হোসেনের বোলিংয়ের বিপক্ষে নাসিরের ব্যাটিং অনুশীলন আর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে স্লিপ ক্যাচের অনুশীলনেই স্পষ্ট হচ্ছে তার একাদশে অন্তর্ভূক্তির বিষয়টি। যদিও টসের পরই জানা যাবে মূল একাদশের খবর। নাসিরভক্তদের জন্য হয়তো সুখবরই আসছে।
 
দীর্ঘদিন ধরেই জাতীয় দলে থাকার পরও চূড়ান্ত একাদশে দেখা যায়না নাসিরকে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই বসে ছিলেন সাইড বেঞ্চে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই অফস্পিন অলরাউন্ডারকে দেয়া হয়নি তেমন সুযোগ। এ ম্যাচে সুযোগ পেলে কাজে লাগাতে পারবেন তো নাসির?

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।