মিরপুর থেকে: ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে ২৮ তম ওভারে তাসকিনের দ্বিতীয় বলটি গিয়ে আঘাত হানে ইংলিশ অধিনায়ক জশ বাটলারের পায়ে। তাসকিন সজোরে আবেদন জানালেন কিন্তু আম্পায়ার আউট দিলেন না।
সমস্যা হলো নিজের ওই আউটটি এমনিতেই মেনে নিতে পারছিলেন না বাটলার। তার উপরে আবার যখন বাংলাদেশ দল তার সামনে গিয়ে উল্লাস করে উদযাপন করছিলো তখন রেগে গিয়েই নাকি তিনি মামুদুল্লাহ রিয়াদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
রোববাবার (৯ অক্টোবর) ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন তিনি। এসময় তিনি আরও বলেন, ‘আমার দিকে ওরা ওভাবে দৌঁড়ে এসে উদযাপন করেছে বলেই আমি আবেগ প্রবন হয়ে ওমন আচরণ করেছি। আউট হয়ে যাওয়ায় এমনিতেই আমি হতাশ ছিলাম তার উপর ওরা যেভাবে উল্লাম করছিল সে বিষয়টি আমাকে পীড়া দিচ্ছিল। ’
এদিকে বাংলাদেশের দেয়া ২৩৯ রান সহজ লক্ষ্য তাড়া করতে না পেরে যথেষ্টেই অনুতপ্ত বটলার। তবে তিনি মেনে করেন লক্ষ্যটি তাদের পক্ষে তাড়া করা সম্ভভ ছিল।
‘আমাদের বোলিং খুবই ভাল ছিল। আমাদের বোলাররা দ্রুতই কয়েকটি উইকেট তুলে নিয়ে ওদের চাপে ফেলে দিয়েছিল। আমরা তাদের ১৯০ থেকে ২০০ রানের মধ্যেই বেধে দিতে চাইছিলাম। তারপরেও আমি বলবো ২৪০ টপকানো সম্ভব ছিল। ’
বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা ১০ অক্টোবর ২০১৬
এইচএল