ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন জস বাটলার। ২৩৮ রান তাড়া করতে নেমে একে একে যেখানে সাজঘরে ফিরছেন ইংলিশ ব্যাটসম্যানরা, সেখানে উইকেটে থিতু হওয়া বাটলার টাইগারদের ভড়কে দিচ্ছিলেন ব্যাট হাতে।
ম্যাচের ওই মুহূর্তে উইকেটে একমাত্র ‘গেম চেঞ্জার’ ছিলেন ৫৭ রান করা জস বাটলার। তাইতো এ ব্যাটস্যানকে আউট করতে পেরে বাংলাদেশের উদযাপনটা হয়েছিল বাঁধভাঙা। মাশরাফি-তাসকিন-তামিম-সাকিবরা একত্রিত হয়ে এমনভাবে উদযাপন করেছেন যেন ম্যাচটিই জিতে গেছে বাংলাদেশ!
এটিই পছন্দ হয়নি ইংলিশ অধিনায়কের। রাগে-ক্ষোভে তেড়ে যেতে চাইছিলেন বাংলাদেশের খেলোয়াড়দের দিকে। আম্পায়ার অবশ্য ঘটনাটি বেশি দূর টেনে নিয়ে যেতে দেননি। তার মাঝেই হয়ে যায় উত্তপ্ত বাক্য বিনিময়।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে অমন উদযাপনের ব্যাখ্যা দিলেন তাসকিন আহমেদ, ‘বাটলার একজন গ্রেট ব্যাটসম্যান। তাছাড়া ওই সময় গেম চেঞ্জারের ভূমিকায় ছিলেন বাটলার। এ জন্য ওই উইকেটটা পেয়ে অনেক খুশি ছিলাম। এ জন্যই উদযাপনটা বেশি ছিল। ’
তাসকিনের ব্যাখ্যার পরপরই আইসিসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেল উত্তপ্ত বাক্য বিনিময়ে বাজে ভাষা ব্যবহার করায় বাটলার ও বাংলাদেশ দলের দুই ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাব্বির রহমানকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘন করলেও জরিমানার আওতায় পড়েননি বাটলার। অবশ্য তিনজনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট পেতে হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি