ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সিনিয়ররা জানে সু্ইচ অফ-অন করতে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
‘সিনিয়ররা জানে সু্ইচ অফ-অন করতে’ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দীর্ঘদিন ধরে বড় পরিসরের ম্যাচে বাংলাদেশের অনেক ক্রিকেটারই খেলতে পারেনি মন্তব্য করে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, ‘আমাদের অনেক ক্রিকেটারই বড় পরিসরের ম্যাচে খেলেনি। সত্যি কথা হলো মুশফিক, তামিম, সাকিব আর মাহমুদুল্লাহ পেশাদার খেলোয়াড়।

তারা বেশ ভালো করেই জানে কখন ওয়ানডেতে সুইচটা অফ করতে হবে, কখন টেস্ট সুইচটা অন করতে হবে। ’

তিনি আরও বলেন, তাদের (সিনিয়র খেলোয়াড়রা) হয়তো ম্যাচ প্রাকটিসের অভাব আছে। কিন্তু যেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে তাতে টেস্টে তাদের সমস্যা হবে না। ’

তিনি আরও জানান, ‘ব্যস্ততম আন্তর্জাতিক সূচির কারণে ক্রিকেটাররা হয়তো ছোট পরিসরের বিভিন্ন ফরমেটে খেলছে নিয়মিত। তবে মাইন্ডসেটটা ঠিক থাকলে টেস্টেও তারা মানিয়ে নিতে পারবে। ’

এর আগে জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে সিনিয়রদের বড় দৈর্ঘ্যের ম্যাচে দীর্ঘদিন ধরে অনভ্যস্ততার কথা বলেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।