এম এ আজিজ স্টেডিয়াম থেকে: ক্যারিয়ারের শুরুতে লেগস্পিনটা নিয়মিতই করতেন সাব্বির রহমান। কিন্তু জাতীয় দলে এসে সেই নিয়মিত’র জায়গায় বসে পড়ে অনিয়মিত শব্দটি।
সেই সাব্বির ইংল্যান্ডের বিপক্ষে শনিবার অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে বোলিং করে নেন তিন উইকেট। ইংল্যান্ডের ওই তিন উইকেটই তুলতে পেরেছিল বিসিবি একাদশ।
এ থেকে অনুমান করা যায় টেস্ট দলে সুযোগ পেলে লেগস্পিনটাও জমিয়ে করবেন সাব্বির রহমান। অন্যদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ দল একজন বিশেষজ্ঞ লেগস্পিনারের অভাবে ভুগছিল। সাব্বিরকে দিয়ে হয়তো সেই অভাব কিছুটা হলেও লাঘব হবে।
সোমবার দুপুর পৌনে একটায় জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার সময়ে টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হলে সাব্বিরের কাছে জানতে চাওয়া হয় বোলিংয়েও কি নিয়মিত হবেন?
এমন প্রশ্নের জবাবে সাব্বির রহমান বলেন, ‘বোলিংয়ে আমি সবসময় এক্সাইটেড। নিয়মিত বোলার হতে চাই। টেস্টে সুযোগ পেলে ক্যাপ্টেনের চাওয়া ফুলফিল করার চেষ্টা করবো। ’
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
টিএইচ/টিসি/এমএমএস