ঢাকা: বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো ঢাকা ট্রিবিউন।
শুক্রবার (২১ অক্টোবর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা ট্রিবিউন চার উইকেটে দৈনিক ইনকিলাবকে হারিয়ে শিরোপা অক্ষুন্ন রাখে।
ইনকিলাবের দেয়া জয়ের জন্য ৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ঢাকা ট্রিবিউন। গত আসরের ফাইনালে চ্যানেল আই’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ট্রিবিউন।
চ্যাম্পিয়ন দল ঢাকা ট্রিবিউন ট্রফির সঙ্গে প্রাইজমানি হিসেবে পায় ৫০ হাজার টাকা। রানার্সআপ দল ইনকিলাব ট্রফির সঙ্গে পায় ৩০ হাজার টাকা প্রাইজমানি।
ফাইনালে চ্যাম্পিয়ন দলের সুমন ম্যাচ সেরা হয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইনকিলাবের হাসান সোহেল। ক্রেস্টের সঙ্গে তাদেরও দেয়া হয় প্রাইজমানি।
এর আগে প্রথম সেমিফাইনালে ইনকিলাব ২৮ রানে জিটিভি’কে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিতে ঢাকা ট্রিবিউন ৫৫ রানে চ্যানেল আই’কে হারিয়ে ফাইনালে ওঠে।
এবারের টুর্নামেন্টে দেশের স্বনামধন্য ২৪টি মিডিয়া হাউজ অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল ১১টি দৈনিক পত্রিকা, ১০টি টেলিভিশন ও ৩টি অনলাইন নিউজপোর্টাল।
ম্যাচ শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি মাহবুব আনাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম, সহকারী পরিচালক রবিউল ইসলাম মিল্টন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক কামাল হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাকির রুবেন ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুনসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ২১ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি