চট্টগ্রাম থেকে: ২২ রানের হারে হতাশ বাংলাদেশ। দুই টেস্টের প্রথম ম্যাচ শেষে এগিয়ে সফরকারী ইংল্যান্ড।
প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে সাদা পোশাকের এই ম্যাচে জিততে হলে পঞ্চম বা শেষ দিন বাংলাদেশকে করতে হতো ৩৩ রান। হাতে ছিল দুটি উইকেট। তবে, ৩.৩ ওভার ব্যাট করেই টাইগারদের দুই উইকেট হারাতে হয়। হারতে হয় মাত্র ২২ রানের ব্যবধান নিয়ে।
ম্যাচ শেষে হতাশা ঝরে পড়লেও মুশফিক জানান, ‘এই ম্যাচের পঞ্চম দিনটি আমাদের সহায় ছিলো না। ৩৩ রান আর দুই উইকেটের ব্যবধানটা আপনাকে সব বুঝিয়ে দেবে। তারপরও আমি বলবো আমাদের খেলোয়াড়রা শেষ চারদিন দারুণ খেলেছে। দীর্ঘ ১৫ মাস পর আমি এই পারফর্মে গর্ববোধ করছি। ’
মুশফিক আরও জানান, ‘তারা দ্বিতীয় ইনিংসে ২৪০ রান তুলেছে। আমরা যদি প্রথম ইনিংসে ২৯০ রান তুলতে পারতাম, তাহলে ম্যাচের রেজাল্ট আমাদের দিকেই আসতো। সেটি না হওয়ায় আমরা টার্গেট থেকে অনেক দূরে সরে গেছি। আশা করবো পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর। ’
অভিষেক টেস্টেই মহানায়ক হতে পারতেন সাব্বির রহমান। ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। টাইগারদের এই তারকা প্রসঙ্গে কথা বলেছেন মুশফিক। তিনি জানান, ‘সাব্বির গত দেড় বছরে অনেক ভালো পারফর্ম করেছে। এই উইকেটে দারুণ ব্যাট করেছে সে। যদিও উইকেটটি ছিলো স্পিনবান্ধব, তারপরও খেলার উপযোগী। আরও ভালো পরিকল্পনা নিয়ে আমরা ঘুরে দাঁড়াবোই। আপনি যদি উপমহাদেশে ভালো খেলতে চান, তাহলে ভালো মানের স্পিনার থাকা জরুরি। আর আমাদের তা রয়েছে। ’
এই টেস্টে জিততে পারলে বাংলাদেশের অষ্টম টেস্ট জেতা হতো। আর প্রথমবারের মতো সাদা পোষাকে হারানো যেতো ইংলিশদের।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৬
এমআরপি